03 সোম, মে 2010 03:39 অপরাহ্ণ
|
লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু ১০.০৪ লুসিড লিংক্স এলটিএস এখন দিনাজপুরইনফোর সফটওয়্যার ভান্ডারে। বরাবরের মতো নতুন সংস্করণ মুক্তি হওয়ার সাথে সাথে আমরা ডাউনলোড করেছি। আপাতত ৬৪বিট সংস্করণটি পাওয়া যাবে আমাদের কাছে। কয়েক দিনের মধ্যেই ৩২বিট ও সার্ভার সংস্করণও উপলভ্য হবে। সফটওয়্যারটি নেয়ার জন্য ফাঁকা ডিস্ক আনবেন। পেনড্রাইভ আনলে ভাল হয়। দিনাজপুরের পার্শবর্তী জেলাগুলোর জন্য আগের মতই নিয়ম থাকছে- কুরিয়ারের মাধ্যমে পেতে পারেন, পরিবহন খরচ আপনার; পরিবহন খরচ গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে পরিশোধ করতে পারেন। ফ্লেক্সিলোড দেয়ার সাথে সাথে আপনার নাম, ঠিকানা জানাবেন দয়াকরে।
ফোন নম্বর যোগাযোগ পাতায় দেখুন
|