দিনাজপুর পর্যটন

দিনাজপুর জাদুঘর

 

  • জাদুঘরটি শহরের ঠিক মাঝামাঝি, মুন্সীপাড়ায় দিনাজপুর টাউন হল ও গণগ্রস্থাগারের দক্ষিণে এবং হেমায়েত আলী অডিটরিয়ামের গা ঘেষে অবস্থিত। রেলস্টেশন থেকে হাটা পথে আসতে পারেন, রিক্সায় ৬/৮ টাকা এবং বাস টার্মিনাল থেকে ১২/১৫ টাকার মত ভাড়া নেবে।

 

 

দিনাজপুর রাজবাড়ী

 

  • -সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে
  • কিভাবে যাবেন?

 

 

কান্তজীউ মন্দির

 

  • -সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে
  • কিভাবে যাবেন?

 

 

মিস্ত্রীপাড়া মসজিদ

 

  • -সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে
  • কিভাবে যাবেন?

 

 

আওকরা মসজিদ

 

  • -সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে
  • কিভাবে যাবেন?

 

 

রামসাগর

 

  • -সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে
  • কিভাবে যাবেন?

 

 

রুদ্রপুর স্কুল

 

কিভাবে যাবেন? বালুয়াডাঙ্গা মোড় থেকে মঙ্গলপুর গামী বাস/টেম্পু/অটোরিক্সা নিন। বাস/টেম্পুর ক্ষেত্রে সম্ভাব্য ভাড়া ১৫/২০ টাকা। তারপর মঙ্গলপুর বাজার থেকে ৭ কিলোমিটার সাপের মত আঁকাবাকা পথ। ঘাবড়াবেন না, পাকা পথ- রিক্সা ভ্যানযোগে পথটা পেরোতে পারবেন। পথের দুপাশে বিস্তীর্ণ চাষের জমি, সবুজ পরিবেশ আর কিছুটা অন্যরকম গ্রাম্য জীবন দেখতে পাবেন। পথটা শেষ হয়েছে রুদ্রপুর স্কুলের ফটকে। প্রয়োজনে মঙ্গলপুর বাজারে যেকাউকে জিজ্ঞেস করে সহায়তা নিতে পারেন। মোটামুটি দু'বেলা সময় লাগবে স্কুলটি দেখে আসতে। স্কুলটি পুরোপুরি দেখতে চাইলে ছুটির দিন বাদে অন্যদিন যা‌ওয়াই ঠিক হবে।

 

পর্যটন বিষয়ক আপনার কাছে (বর্তমান/হালনাগাদ) তথ্য থাকলে আমাদের জানান। উপরে উল্লিখিত তথ্যে কোন ত্রুটি চোখে পড়লেও আমাদের জানান। ভ্রান্তিপূর্ণ/পুরোনো তথ্য দূরাগত অতিথিদের ভোগান্তির কারণ হবে, তাই সঠিক ও হালনাগাদ তথ্য দিয়ে আমাদের সহযোগীতা করুন।

লিখেছেন :
আলমামুন
 
 

মন্তব্য করুন

মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের সদস্যনাম, সেখানে ব্যবহৃত ওয়েবঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


স্প্যামরোধী কোড
আবার দেখান

উপজেলা


  • দিনাজপুর সদর
  • কাহারোল
  • খানসামা
  • ঘোড়াঘাট
  • চিরিরবন্দর
  • নবাবগঞ্জ
  • পার্বতীপুর
  • ফুলবাড়ী
  • বিরল
  • বিরামপুর
  • বীরগঞ্জ
  • বোচাগঞ্জ
  • হাকিমপুর

ডাইরেক্টরী


  • জরুরী ফোন নম্বর
  • হাসপাতাল, এম্বুলেন্স
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • সরকারী দপ্তর
  • বেসরকারী প্রতিষ্ঠান
  • বিপণী বিতান
  • ব্যক্তি ও অন্যান্য

পরিচালনা দল