17 সোম, নভেম্বর 2008 12:54 পূর্বাহ্ণ
|
৩টি উদ্দেশ্য নিয়ে দিনাজপুরইনফো ডট কম এর যাত্রা শুরু হয়- দিনাজপুরকে তুলে ধরা, দেশে ও প্রবাসে অবস্থানরত দিনাজপুরিয়াদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা, এবং এই অঞ্চলে তথ্য-প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করা। নিচে দিনাজপুরইনফো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ক'টি কথা আপনার সকল প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হতে পারে। [ আরো কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন]।
- দিনাজপুর ইনফো কি?
- দিনাজপুরের আমরা ক'জন স্থানীয় তরুণের উদ্দ্যগে গড়ে তোলা একটি অলাভজনক প্রতিষ্ঠান।
- এর উদ্দেশ্য কি?
- উপরে দেখুন
- এর কর্তৃপক্ষ কে বা কারা?
- যেমনটি উপরে বলা হয়েছে, দিনাজপুরইনফো স্থানীয় ক'জন তরুণের গড়ে তোলা প্রতিষ্ঠান। এর পরিচালনা দলে রয়েছে ছয়জন-
আলমামুন (এম.এ, ইংরেজী / চাউলিয়াপট্টি )
রাজীব রেজা (এম.বি.এম/ বালুয়াডাঙ্গা)
মোস্তাকিম আলী (এম.এ, ইংরেজী / রামনগর )
ফাহিম হাসান (চাউলিয়াপট্টি)
জেসমিন নাহার (বি.এস.সি, ৩য় লেভেল, এফ.পি.ই/ দিনাজপুর )
বাধন রায় (এইচ.এস.সি / সর্দারপাড়া )
- এর কর্তৃপক্ষ কে বা কারা?
- কোন সরকারী আধাসরকারী বা অন্য কোন বেসরকারী প্রতিষ্ঠান এর সহযোগী, সহকারী নয়। তবে দিনাজপুর ইনফোতে যে কেউ যোগ দিতে পারে।
- দিনাজপুরইনফো কি কি কার্যক্রম পরিচালনা করে?
- দিনাজপুরইনফো এই ওয়েবটি পরিচালনার পাশাপাশি আরো যেসব কার্যক্রম চালায় তা হল-
প্রাকৃতিক ৭ আশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে বিনামূল্যে ভোটদান কর্মসূচী।
মুক্ত সফটওয়্যার আন্দোলন।(বিনামূল্যে মুক্ত সফটওয়্যার বিতরণ ও ক্ষেত্রবিশেষে হাতে কলমে প্রশিক্ষণ। বিস্তারিত জানতে মুক্ত-সফটওয়্যার পাতা দেখুন)
- দিনাজপুরইনফো-র এসব কার্যক্রম চালানোর জন্য অর্থ আসে কোথা হতে?
- মূলত সদস্যদের নিজের পকেট থেকে। কদাচিৎ পরিচিত, বন্ধু গোত্রীয় কেউ যদি এগিয়ে আসে।
|