কিছু কথা

টি উদ্দেশ্য নিয়ে দিনাজপুরইনফো ডট কম এর যাত্রা শুরু হয়- দিনাজপুরকে তুলে ধরা, দেশে ও প্রবাসে অবস্থানরত দিনাজপুরিয়াদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা, এবং এই অঞ্চলে তথ্য-প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করা। নিচে দিনাজপুরইনফো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ক'টি কথা আপনার সকল প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হতে পারে। [ আরো কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন]।

দিনাজপুর ইনফো কি?
দিনাজপুরের আমরা ক'জন স্থানীয় তরুণের উদ্দ্যগে গড়ে তোলা একটি অলাভজনক প্রতিষ্ঠান।
এর উদ্দেশ্য কি?
উপরে দেখুন
এর কর্তৃপক্ষ কে বা কারা?
যেমনটি উপরে বলা হয়েছে, দিনাজপুরইনফো স্থানীয় ক'জন তরুণের গড়ে তোলা প্রতিষ্ঠান। এর পরিচালনা দলে রয়েছে ছয়জন-
আলমামুন (এম.এ, ইংরেজী / চাউলিয়াপট্টি )
রাজীব রেজা (এম.বি.এম/ বালুয়াডাঙ্গা)
মোস্তাকিম আলী (এম.এ, ইংরেজী / রামনগর )
ফাহিম হাসান (চাউলিয়াপট্টি)
জেসমিন নাহার (বি.এস.সি, ৩য় লেভেল, এফ.পি.ই/ দিনাজপুর )
বাধন রায় (এইচ.এস.সি / সর্দারপাড়া )
এর কর্তৃপক্ষ কে বা কারা?
কোন সরকারী আধাসরকারী বা অন্য কোন বেসরকারী প্রতিষ্ঠান এর সহযোগী, সহকারী নয়। তবে দিনাজপুর ইনফোতে যে কেউ যোগ দিতে পারে।
দিনাজপুরইনফো কি কি কার্যক্রম পরিচালনা করে?
দিনাজপুরইনফো এই ওয়েবটি পরিচালনার পাশাপাশি আরো যেসব কার্যক্রম চালায় তা হল-
প্রাকৃতিক ৭ আশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে বিনামূল্যে ভোটদান কর্মসূচী।
মুক্ত সফটওয়্যার আন্দোলন।(বিনামূল্যে মুক্ত সফটওয়্যার বিতরণ ও ক্ষেত্রবিশেষে হাতে কলমে প্রশিক্ষণ। বিস্তারিত জানতে মুক্ত-সফটওয়্যার পাতা দেখুন)
দিনাজপুর‌ইনফো-র এসব কার্যক্রম চালানোর জন্য অর্থ আসে কোথা হতে?
মূলত সদস্যদের নিজের পকেট থেকে। কদাচিৎ পরিচিত, বন্ধু গোত্রীয় কেউ যদি এগিয়ে আসে।
লিখেছেন :
রনি
 
 

মন্তব্য করুন

মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের সদস্যনাম, সেখানে ব্যবহৃত ওয়েবঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


স্প্যামরোধী কোড
আবার দেখান

উপজেলা


  • দিনাজপুর সদর
  • কাহারোল
  • খানসামা
  • ঘোড়াঘাট
  • চিরিরবন্দর
  • নবাবগঞ্জ
  • পার্বতীপুর
  • ফুলবাড়ী
  • বিরল
  • বিরামপুর
  • বীরগঞ্জ
  • বোচাগঞ্জ
  • হাকিমপুর

ডাইরেক্টরী


  • জরুরী ফোন নম্বর
  • হাসপাতাল, এম্বুলেন্স
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • সরকারী দপ্তর
  • বেসরকারী প্রতিষ্ঠান
  • বিপণী বিতান
  • ব্যক্তি ও অন্যান্য

পরিচালনা দল