আজ | 197 |
গতকাল | 387 |
এই সপ্তাহে | 978 |
গত সপ্তাহে | 2868 |
এই মাসে | 5877 |
গতমাসে | 10820 |
মোট | 153907 |
বিরামপুর উপজেলা |
28 শনি, মার্চ 2009 02:39 পূর্বাহ্ণ
|
এক নজরে বিরামপুর উপজেলা
জেলা সদর হতে ৫৬ কিঃমিঃ দক্ষিণে প্রমত্ত যমুনার এক শাখা নদীর কোল ঘেঁষে বিরামপুর উপজেলার অবস্থান। বিরামপুর থানা সৃষ্টির পূর্বে হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী থানার সমন্বয়ে এ অঞ্চল পরিচালিত হত। কথিত আছে সম্রাট আকবরের সময় বাংলার বারো ভুঁইয়াদের মধ্যে পাতরদাস নামক এক শক্তিশালী রাজা ছিলেন। তাঁর রাজধানী ছিল এই এলাকায়। রাজা পাতরদাস মোগল সেনাপতি বৈরাম খাঁর নিকট যুদ্ধে পরাজয় বরণ করেন। সেনাপতি বৈরাম খাঁর নামে এই এলাকার নাম হয় বিরামপুর।
নবাবগঞ্জ ও হাকিমপুর থানার ২টি করে ও ফুলবাড়ী থানার ৩টি ইউনিয়নের সমন্বয়ে ১৯৮১ সালের ৭ জুন বিরামপুর থানা গঠিত হয়। ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে বিরামপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৯০ সালে বিরামপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভার কার্যক্রম শুরু হয় ১৫ জুন, ১৯৯৫ তারিখে।
|