কৃষি

প্রসিদ্ধ কাটারীভোগলিচুর দেশ দিনাজপুরের রয়েছে বিস্তর সমতল উর্বর আবাদযোগ্য ভূমি। ধান, গম, ভূট্টা, পাট, আখ ও শাকশবজীর পাশাপাশি সকল প্রকার অর্থকরী ফসল প্রচুর পরিমাণে ফলে দিনাজপুরের মাটিতে। দিনাজপুরে উৎপাদিত এসব কৃষিপণ্য দেশের একটি বিরাট অংশের চাহিদা পূরণ করে। আর এজন্য দিনাজপুরকে বলা হয় বাংলাদেশের সবুজ শস্যের ভান্ডার। ফলমূলের মধ্যে লিছুর পরেই রয়েছে আম, যার চাহিদা রয়েছে দেশজুড়ে। আম ও লিচুর পাশাপাশি কলা এবং মৌসুমি ফলের প্রাচুর্য উল্লেখযোগ্য।

লিখেছেন :
আলমামুন
 
 

মন্তব্য করুন

মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের সদস্যনাম, সেখানে ব্যবহৃত ওয়েবঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


স্প্যামরোধী কোড
আবার দেখান

উপজেলা


  • দিনাজপুর সদর
  • কাহারোল
  • খানসামা
  • ঘোড়াঘাট
  • চিরিরবন্দর
  • নবাবগঞ্জ
  • পার্বতীপুর
  • ফুলবাড়ী
  • বিরল
  • বিরামপুর
  • বীরগঞ্জ
  • বোচাগঞ্জ
  • হাকিমপুর

ডাইরেক্টরী


  • জরুরী ফোন নম্বর
  • হাসপাতাল, এম্বুলেন্স
  • শিক্ষাপ্রতিষ্ঠান
  • সরকারী দপ্তর
  • বেসরকারী প্রতিষ্ঠান
  • বিপণী বিতান
  • ব্যক্তি ও অন্যান্য

পরিচালনা দল