উইকি পাতাটি আপনি লক্ষ্য করেছেন কি? সাইটের শীর্ষ সূচীতে?
গুরুত্বপূর্ণ বা বিখ্যাত স্থান, স্থাপনা, ব্যক্তিত্ব ছাড়াও দিনাজপুরে সাধারণ, অপরিচিত অনেক কিছুই আছে যা দিনাজপুরবাসী হিসেবে আপনার বা আমার কাছে গুরুত্বপূর্ণ। যেমন আমার মহল্লা কিম্বা আপনার পাড়ার মোড়, ঐ স্কুল, অমুক চেয়ারম্যান ইত্যাদি। এসব বিষয়ে আপনি লিখতে পারেন খুব সহজে।
লেখার জন্য উইকি পাতায় গিয়ে সার্চ বক্সটিতে আপনার কাঙ্খিত বিষয় (যেমন: রামসাগর) লিখে সার্চ দিন। উক্ত বিষয়ে কেউ লিখে না থাকলে আপনাকে পাতাটি তৈরীর জন্য সুপারিশ করবে।