কিছু কথা
আপডেটঃ জানুয়ারী ৩, ২০১৬।
দিনাজপুর ডট নেট (সাবেক দিনাজপুরইনফো ডট কম) দিনাজপুর জেলা বিষয়ক সর্বপ্রথম প্রকাশিত ওয়েব পোর্টাল। ১১ মার্চ, ২০০৮ এ এটি দিনাজপুর ইনফো ডট কম নামে যাত্রা শুরু করে দিনাজপুর জেলাকে অনলাইনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে (এ বিষয়ক পুরাতন লেখাটি দেখুন এখানে)। ২০১২ সালে dinajpur.net ডোমেইন নামটি ব্যবহার শুরু করা হয়।
এটি আসলে কি?
দিনাজপুর ডট নেট দিনাজপুর জেলা বিষয়ক একটি ভার্চুয়াল পোর্টাল ও প্রতিষ্ঠান। এর নির্দিষ্ঠ কোন অফিস বা অবস্থান নেই।
এর উদ্দেশ্য কি?
- দিনাজপুর জেলা কে ইন্টারনেটে তুলে ধরা,
- দেশে ও প্রবাসে অবস্থানরত দিনাজপুরিয়াদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা,
- এই অঞ্চলে তথ্য-প্রযুক্তি শিক্ষা, ব্যবহার ও তথ্য-প্রযুক্তিভিত্তিক আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা,
- এবং ওপেনসোর্স/মুক্ত সফটওয়্যারের ব্যবহার সম্প্রসারণ।
এর কর্তৃপক্ষ কে বা কারা?
Dinajpur.net ও dinajpurinfo.com ডোমেইন দুটির স্বত্বাধীকারী আলমামুন দিনাজপুরী এবং তার প্রতিষ্ঠিত এমভায়রো (Amviro) এই পোর্টালটির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের জন্য দায়ী।