প্রসিদ্ধ কাটারীভোগ ও লিচুর দেশ দিনাজপুরের রয়েছে বিস্তর সমতল উর্বর আবাদযোগ্য ভূমি। ধান, গম, ভূট্টা, পাট, আখ ও শাকশবজীর পাশাপাশি সকল প্রকার অর্থকরী ফসল প্রচুর পরিমাণে ফলে দিনাজপুরের মাটিতে। দিনাজপুরে উৎপাদিত এসব কৃষিপণ্য দেশের একটি বিরাট অংশের চাহিদা পূরণ করে। আর এজন্য দিনাজপুরকে বলা হয় বাংলাদেশের সবুজ শস্যের ভান্ডার। ফলমূলের মধ্যে লিছুর পরেই রয়েছে আম, যার চাহিদা রয়েছে দেশজুড়ে। আম ও লিচুর পাশাপাশি কলা এবং মৌসুমি ফলের প্রাচুর্য উল্লেখযোগ্য।