দিনাজপুর সদর উপজেলা
দিনাজপুর সদর উপজেলা উত্তরে কাহারোল এবং খানসামা উপজেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে চিরিরবন্দর উপজেলা, পশ্চিমে বিরল উপজেলা দ্বারা সীমিত।
- জনসংখ্যা ৩৭৫৮৮৮ (পুরুষ ৫১.৭৭%, মহিলা ৪৮.২৩% )
- শিক্ষার হার: ৪১.১% (পুরুষ ৪৮.২%, মহিলা ৩২.২% )
- প্রধান নদী: পুনর্ভবা এবং আত্রাই
- ইউনিয়ন ১৪
- মৌজা ২৯১
- গ্রাম ২০৫
- প্রাচীন নিদর্শন রামসাগর দিঘী, সিংহ দুয়ার প্রসাদ।
উপজেলা শহর ১২টি ওয়ার্ড ও ৮০টি মহল্লা নিয়ে গঠিত। আয়তন ২০.৬ বর্গ কিমি। জনসংখ্যা ১৫৭৩৪৩; পুরুষ ৫১.২৯%, মহিলা ৪৮.৭১%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিমি ৭৬৩৮। শিক্ষার হার ৫৬.৫%