এখানে দিনাজপুরইনফো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ক'টি কথা আপনাদের সম্পুর্ণ প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হতে পারে। দয়াকরে আপনারা মন্তব্য করবেন। পরবর্তীতে এই পাতাটি আপডেট করা হবে।
দিনাজপুরের সফটওয়্যারের দোকানগুলো ঘুরে আমি খুব হতাশ হই। কম্পিউটার বিক্রেতা ও প্রশিক্ষণকেন্দ্রগুলোও হতাশ করে। এখানে মুক্ত সফটওয়্যারের দেখা মেলে না। আগেই বলে রাখছি মুক্ত সফটওয়্যার মানে বিনামূল্যের বিরিয়ানি নয় , যদিও অনেকেই তাই ভাবেন, এখানে মুক্ত মানে স্বাধীনতা। তবে বেশিরভাগ মুক্ত সফটওয়্যার বিনামুল্যে পাওয়া যায় এবং এর সংখ্যা এত বেশি যে আপনি চুরি করা সফটওয়্যার (পাইরেটেড) ব্যবহার না করে এবং সফটওয়্যারের জন্য একপয়সা না খরচ করে কম্পিউটার চালাতে পারবেন।
উবুন্টুলিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম যা স্বাধীন/বিনামূল্যের ও উন্মুক্ত উৎসের (ওপেন সোর্স)। লিনাক্সের কথায় আঁতকে উঠেছেন!! আপনি শোনা কথা নিয়ে পড়ে আছেন। লিনাক্স অনেক পথ পেরিয়েছে এবং এই পথ সর্বদা উপরের দিকেই গেছে। লিনাক্সের মধ্যে সবচে' সোজা ও সহজবোধ্য হলো উবুন্টু। উবুন্টু ব্যবহার করে আপনি কম্পিউটারের যাবতীয় কাজকর্ম যেমন লেখালেখি, নথিপত্র ( ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ইত্যাদি) তৈরী, ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্যবহার, ইমেইল করা , মোবাইল ও পেনড্রাইভের ব্যবহার ইত্যাদি অনেক কাজ করতে পারবেন-ভাইরাসের কোন প্রকার উপদ্রব ছাড়াই।