সদস্য লগইন



দর্শক সংখ্যা

mod_vvisit_counter আজ 85
mod_vvisit_counter গতকাল 86
mod_vvisit_counter এই সপ্তাহে 171
mod_vvisit_counter এইমাসে 1583
mod_vvisit_counter সর্বমোট 8594
কিছু কথা পিডিএফ ছাপুন ইমেইল
(5 Votes)
লিখেছেন রনি   
সোমবার, 17 নভেম্বর 2008 00:54

এখানে দিনাজপুরইনফো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ক'টি কথা আপনাদের সম্পুর্ণ প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হতে পারে। দয়াকরে আপনারা মন্তব্য করবেন। পরবর্তীতে এই পাতাটি আপডেট করা হবে।

দিনাজপুর ইনফো কি?

দিনাজপুরের আমরা ক'জন স্থানীয় তরুণের উদ্দ্যগে গড়ে তোলা একটি অলাভজনক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য বিশ্বের সামনে আমাদের প্রিয় দিনাজপুরকে তুলে ধরা, স্থানীয় তথ্যপ্রযুক্তির চেতনা প্রসারে বিশেষ ভূমিকা পালন ও তথ্যপ্রযুক্তির ধারাকে উৎসাহিত করা, দেশ ও সুদুরে অবস্থানরত দিনাজপুরীদের পারষ্পারিক বন্ধন সূদৃঢ করার লক্ষ্যে ওয়েবভিত্তিক সামাজিক সম্পর্ক ও যোগাযোগের কেন্দ্র গড়ে তোলা এবং এসব কিছুর মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় উন্নয়নে আমাদের সর্বোচ্চ ভূমিকা পালন।


এর উদ্দেশ্য কি?

উপরে দেখুন

 

এর কর্তৃপক্ষ কে বা কারা?

আগেই বলেছি- দিনাজপুরইনফো স্থানীয় ক'জন তরুণের গড়ে তোলা প্রতিষ্ঠান। কোন সরকারী আধাসরকারী বা অন্য কোন বেসরকারী প্রতিষ্ঠান এর সহযোগী, সহকারী নয়। তবে দিনাজপুর ইনফোতে যে কেউ যোগ দিতে পারে


দিনাজপুরইনফো কি কি কার্যক্রম পরিচালনা করে?

দিনাজপুরইনফো এই ওয়েবটি পরিচালনার পাশাপাশি আরো যেসব কার্যক্রম চালায় তা হল-

প্রাকৃতিক ৭ আশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে বিনামূল্যে ভোটদান কর্মসূচী।

মুক্ত সফটওয়্যার আন্দোলন। (বিনামূল্যে মুক্ত সফটওয়্যার বিতরণ ও ক্ষেত্রবিশেষে হাতে কলমে প্রশিক্ষণ। বিস্তারিত জানতে মুক্ত-সফটওয়্যার পাতা দেখুন)


দিনাজপুর‌ইনফো-র এসব কার্যক্রম চালানোর জন্য অর্থ আসে কোথা হতে?

মূলত সদস্যদের নিজের পকেট থেকে। কদাচিৎ পরিচিত বন্ধু গোত্রীয় কেউ এবং যদি বিজ্ঞাপনদাতা এগিয়ে আসে (ওয়েবে নয়, মাঠ পর্যায়ে; আমাদের কোন অভিপ্রায় নেই ওয়েবে বিজ্ঞাপন দেয়ার)

LAST_UPDATED2
 

মন্তব্যসমূহ 

 
0 # আল মামুন 2008-11-17 14:33 কিছু মনে না করলে একটা কথা বলি?
ইংরেজী যেসব শব্দের বাংলা প্রতিশব্দ আছে সেগুলো আগে ব্যবহার করা উচিত আমাদের, তাই না?
প্রত্যুত্তর | উদ্ধৃতি সহ প্রত্যুত্তর দিন | উদ্ধৃতি
 

মন্তব্য করুন


স্প্যামরোধী কোড
আবার দেখান

ব্যানার