গত বুধবার সাইবার ক্যাফেতে গেলাম, বল্ল বুদ ফাকা নাই। নাক উচু করে দেখলাম সত্যিই বুদ ফাকা নাই। ১টাতে দুটো ১টা জুটি ফিসফিস করছে। বোঝাই যায় নেট ব্রাউজ না করে কি ব্রাউজ করতেছে ওরা। আরেকটাতে ৩টা কিশোর মনিটরের উপর হোমড়ি খেয়ে পড়তেছে। ওধের ১জন বল্ল সিডি চলতেছে না। সাইবার কাফের লোক গিয়ে কি যেন test [বাংলাটা লেখতে পারলাম না। যুক্ত-খটা কিদিয়ে যেন লেখে ভূলে গেছি] করে বল্ল সিডিটা ভালনা।;) সাইবার কাফেতে সিডি দেখতেছে ৩টা কিশোর ছেলে। কি বুঝলেন? যারা প্রায়ই সাইবারকাফেতে যান তারা হয়তো এই দৃশ্যাটা দেখে থাকবেন।
Omi vai is now in Dinajpur and tomorrow night he'll be leaving for Dhaka. I didn't get his contact number. So I mailed him Friday and came to know that he would be available today at CityCell Care Centre after 11am.
দিনাজপুরইনফো ডট কমের মোবাইল চেহারাটা আসলে এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়েই রয়ে গেছে। সেটা পুরোপুরি চালু করার আগে আমাদের একটু আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
I discovered the mobile site yesterday. Actually, if you enter Dinajpurinfo.com from any mobile phone, you will not see this pages that you see now on your pc screen.
দিনাজপুরইনফো ডট কমে এখন থেকে ব্লগ লেখা যাবে - কোন ঝামেলা বা পুনঃলগইন ছাড়াই। যেখানে সাইটের অন্যান্য ক্ষেত্রে সীমিত কিছু বিষয়ে লেখা যেত, এই পাতায় লেখা যাবে অসংখ্য বিষয়ে কিম্বা কোন বিষয় ছাড়াই। লেখা সাথে সাথে প্রকাশিত হবে-কোন অনুমতির ব্যাপার নেই। শুধু লক্ষ্য রাখবেন আপনার লেখা অন্যের মতামত বা অনুভুতি আঘাত করছে না বা কোন ধর্মমত, নীতিবোধের সংগে সাংঘর্ষিক হচ্ছে না। দেশের আইনে নিষিদ্ধ বিষয় সমূহ ও অন্যের লেখা নকলকরা এড়িয়ে চলুন। আপনাদের অভিনন্দন।