লিখেছেন আল মামুন |
রবিবার, 18 জানুয়ারী 2009 00:18 |
গতকাল (১৭ জানুয়ারী, ০৯) দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত ৭ম গণিত উৎসবে অংশ নিয়েছিল দিনাজপুরইনফো-র সদস্যরা, প্রতিযোগী হিসেবে নয়, প্রাকৃতিক ৭ আশ্চর্য নির্বাচন-এ কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে প্রচারণা চালাতে এবং আগত প্রতিযোগী, অভিভাবক ও অতিথিবৃন্দকে বিনামূল্যে ভোটদানের সুযোগ করে দিতে।
বরাবরের মতো এটিও একটি কেবল বিনামূল্যে ভোটদানের আয়োজন ছিল না। জটিলসব অংক নিয়ে মাথা ঘামানোর ফাঁকে প্রতিযোগীরা ভোটদানে যে এত আগ্রহ দেখাবে তা কল্পনার বাইরে ছিল। শুধু নিজের ভোট নয়, অনুপস্থিত ভাই,বোন বা বন্ধুদের তরফ থেকেও তারা ভোট দেবে। তাদের অভিভাবকগণ এক কাঠি এগিয়ে। ব্যানারে বড়করে লেখা 'বিনামূল্যে' শব্দটি তাদের অনেকেরই চোখে পড়েনি, 'প্রাকৃতিক৭আশ্চর্য নির্বাচন' এবং কক্সবাজার ও সুন্দরবনের নাম দেখেই তা যা বোঝা বুঝে নিয়েছেন এবং ভোট দিতে এগিয়ে এসেছেন। অনেকেই টাকা দিতে উদ্যত হয়েছেন। কেউ কেউ অপর সন্তানের কিম্বা সহকর্মীর পক্ষে অন্তত একটি ভোট দিয়েছেন। আরো একটা বিষয়ে ছোট বড় সবার মিল ছিল- সবাই কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দেবে, অপর যেকোন ৫টি সাইটকে নয়। নিয়ম বুঝিয়ে দেয়ার পর নিয়মটির উপর তাদের ক্ষোভ দেখা গিয়েছে। তবে অন্তত নিজের পক্ষ থেকে একটি ভোট দিতে পেরে তারা খুব খুশি হয়েছেন। এই অনুষ্ঠানে ৪৫০ এর কিছু বেশি ভোট দেয়া হয়েছে।
|
LAST_UPDATED2 |