সদস্য লগইন



দর্শক সংখ্যা

mod_vvisit_counter আজ 47
mod_vvisit_counter গতকাল 86
mod_vvisit_counter এই সপ্তাহে 133
mod_vvisit_counter এইমাসে 1545
mod_vvisit_counter সর্বমোট 8555
৭ম গণিত উৎসব (আট জেলা) পিডিএফ ছাপুন ইমেইল
(1 Vote)
লিখেছেন বাধন রায়   
শনিবার, 17 জানুয়ারী 2009 21:37

 


 

আজ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে দিনাজপুর জিলা স্কুলে বিশাল পরিসরে অনুষ্ঠিত হলো ৯ম আট জেলা গণিত প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় দিনাজপুর ছাড়াও রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

গণিত নিয়ে আমাদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করে। কিন্তু উক্ত অনুঠানে প্রতিযোগীদের, বিশেষ করে অল্প বয়স্ক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহন ও উৎসাহ দেখে বোঝা গেল তারা গণিতকে মোটেও ভয় পায় না, বরং পছন্দ করে। অনুষ্ঠানটির আকর্ষণীয় অংশের মধ্যে ছিল প্রতিযোগীদের গণিত বিষয়ক প্রশ্ন-পর্ব। উপস্থিত গণিত-বোদ্ধাগণ তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে গণিতের কৌতুহল প্রয়াস পান। এছাড়া তথ্যপ্রযুক্তি ও মুক্তসফটওয়্যার বিষয়ক বক্তৃতাটি তথ্যবহুল ছিল এবং তা বিভিন্ন বয়সী দর্শকশ্রোতাদের চমৎকৃত করে। সভাপতি দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি মোঃ রুহুল আমিন (ভারপ্রাপ্ত উপাচার্য-হাবিপ্রবি) ও অন্যান্য বক্তাগণ প্রতিযোগীদের গণিতপ্রেমের প্রশংসা করে উন্নতি কামনার পাশাপাশি গণিত তথা বিজ্ঞানের উচ্চ জ্ঞান, পারদর্শীতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির উপদেশ দেন। অনুষ্ঠানটির পতাকা উত্তোলন করেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত যুবা সাংসদ মোঃ ইকবালুর রহিম এবং শুভ উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার মেয়র এবং মুক্তিযোদ্ধা জনাব মোঃ রফিকুল হক (ছুটু)। প্রথমআলো ও ডাচ বাংলা ব্যাংক কে এমন একটি কার্যক্রমে সহযোগীতার জন্য ধন্যবাদ।

 

LAST_UPDATED2
 

মন্তব্য করুন


স্প্যামরোধী কোড
আবার দেখান

ব্যানার