এক টুকরো মেঘ ও দুখী গাছ
এক টুকরো মেঘ। পথভুলে এদিক ওদিক ছুটোছুটি করছে আকাশে। তার কোনো সঙ্গী নেই। কারও সাথে মনের কথা বলতে পারে না সে। ভীষণ খারাপ হয়ে আছে তার মনটা। সে একা একা ভেসে বেড়ায় আকাশে। দিন যায় রাত যায়। মেঘের টুকরোটি ভাসতে ভাসতে চলে আসে একটা বিরাণ ভূমির উপর। সে নিচে তাকিয়ে দেখে বিশাল মাঠে একটি গাছ দাঁড়িয়ে আছে। গাছটির আশেপাশে আর কোন গাছ নেই। মেঘটি মনে মনে ভাবল, বোধ হয় ওই গাছটি আমার মতোই একা। আমার মতো তারও যদি কোনো কষ্ট থাকে! একা থাকার কষ্ট। আমি যাই না কেন তার কাছে?