দিনাজপুরইনফো ডট কম-কে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য গঠনতন্ত্র। এটি খসড়া এবং এ বিষয়ে সদস্যদের আলোচনার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের নাম: দিনাজপুরইনফো ডট কম
প্রতিষ্ঠানের ধরণ: সমাজসেবা মূলক
প্রতিষ্ঠানের ঠিকানা: স্থায়ী- চাউলিয়াপট্টি, দিনাজপুর
লক্ষ্য: তথ্য প্রযুক্তির সর্বত্র ও যথাযথ ব্যবহারের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক সমৃদ্ধিকরণ ও জীবনমান উন্নয়ন।
উদ্দেশ্য: তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহত্তর দিনাজপুরকে বিশ্বের কাছে তুলে ধরা, তথ্যপ্রযুক্তি জ্ঞান চর্চা ও বিকাশ সাধন, মানবসম্পদ উন্নয়ন এবং এর মাধ্যমে সামাজিক উন্নয়ন তথা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
দিনাজপুরইনফো ডট কম
দিনাজপুরের স্থানীয় কতিপয় ছাত্রছাত্রীর উদ্যেগে একটি অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ২০০৮ সালের মার্চে যাত্রা শুরু করে। এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকাকালীন দিনাজপুর জেলা, দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। বর্তমানে এটিকে একটি প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই গঠনতন্ত্র তৈরী করা হয়েছে যা কিনা পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনার জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করবে।
এই গঠন তন্ত্রের ধারাসমূহঃ
১. এটি মূলতঃ সমাজসেবামূলক প্রতিষ্ঠান; এটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এবং কোনভাবেই একে পূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানে রুপ দেয়া যাবে না।
২. প্রতিষ্ঠানটির একটি নিজস্ব পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদ থাকবে।
৩. পরিচালনা পরিষদ বিজোড় সংখ্যা বিশিষ্ট সর্বনিম্ন ৩ (তিন) ও সর্বোচ্চ ৭ (সাত) সদস্য বিশিষ্ট হবে।
৪. কার্য পরিচালনার সুবিধার্থে পরিচালনা পরিষদ এক বা একাধিক কমিটি/দল বা সাব-কমিটি/উপ-দল গঠন করতে পারবে।
৫. পরিচালনা পরিষদের কোন সদস্য মারা গেলে বা অযোগ্য* বলে বিবেচিত হলে বা পদত্যাগ করলে, পরিচালনা পরিষদের অন্যন্যা সদস্য নতুন কাউকে স্থলাভিষিক্ত করতে পারবে বা কাউকে স্থলাভিষিক্ত না করে পরিষদের অন্য সদস্যকে যোগ্যতা ও সম্মতি নিয়ে তাকে দায়িত্ব দিতে পারবে।
*ক) অযোগ্যতা বলতে- রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে, মানসিক ভারসাম্য হারালে, পরিষদের অন্য সদস্যদের কিম্বা উপদেষ্টা পরিষদের আস্থা হারালে অযোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে পরিচালনা পরিষদ ও উপদেষ্টাদের আলোচনার মাধ্যমে অভিযুক্তকে নোটিশ প্রদানের মাধ্যমে অবহিত করবে। "অযোগ্য" বলে প্রমাণিত/বিবেচিত হলে সেই সদস্যকে সাময়িক/স্থায়ীভাবে বরখাস্ত/নিষিদ্ধ করা যাবে।
৬. প্রতিষ্ঠানটির নামে নিবন্ধিত দিনাজপুর বিষয়ক একটি ওয়েবসাইট পরিচালনা করবে। এর উপর একক কোন ব্যক্তির কর্তৃত্ব বা অধিকার থাকবে না। এবং
ক) সাইটটি দিনাজপুরের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দেশে-প্রবাসে অবস্থিত দিনাজপুরিয়াদের মিলনমেলা হিসেবে কাজ করবে;
খ) দিনাজপুরিয়া হিসেবে যেকোন ব্যক্তি এই ওয়েবসাইটের সদস্য হতে পারবে;
গ) রাষ্ট্রকর্তৃক আরোপিত সকল বিধিনিষেধ সাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে;
ঘ) মত প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্র নির্ধারিত ব্যক্তি স্বাধীনতা থাকবে। সাইট সদস্য(গণ) রাজনৈতিক মতপ্রকাশ করতেই পারেন। তবে সদস্যকর্তৃক লেখা প্রকাশনা/মতপ্রকাশের স্থান ব্যতিত অন্য কোথাও নির্দিষ্ট কোন রাজনৈতিক দল/গোষ্ঠীর চিহ্ন, স্লোগান, ব্যানার ইত্যাদি প্রকাশ করা যাবেনা।
৭. প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষা ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করবে।
৮. সরকারী বা বেসরকারী কোন সিডিউলড ব্যাংকে এই প্রতিষ্ঠানের একটি হিসাব থাকবে। ব্যাংকের চেকের ক্ষেত্রে ন্যুনতম ২ (দুই) জন স্বাক্ষর দানকারী হবেন। দুজন হলেন-
১) পরিচালক (প্রশাসন)
২) পরিচালক (অর্থ)
৯. প্রতিষ্ঠানটি বৈধভাবে অর্থ ও অন্যান্য অনুদান গ্রহণ করতে পারবে।
১০. তহবিল সংগ্রহের জন্য (উপদেষ্টাদের সম্মতিক্রমে) ছোট আকারের বাণিজ্যিক কার্যক্রম চালাতে পারবে।
১১. প্রাপ্ত অনুদান, আয়-ব্যয় এবং অন্যান্য অর্থনৈতিক কার্যবিবরণী পরিচালনা পরিষদ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ওয়েবসাইটে প্রকাশ করবে।
ক) এক্ষেত্রে গুরুত্বপূর্ন ও স্পর্শকাতর তথ্য গুলো পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের মধ্যে সীমিত রাখা যেতে পারে।
খ) দাতা ব্যক্তি/প্রতিষ্ঠানের ইচ্ছানুযায়ী তথ্য উন্মুক্ত/প্রকাশ করতে হবে।
১২. প্রতিষ্ঠানের কার্যাবলীর স্বচ্ছতা নিশ্চিত করনের জন্য সকল কার্যাদী, কাজের অগ্রগতি ও পরিকল্পনা নিয়মিত উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করতে হবে এবং বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত ও পরিকল্পনার জন্য উপদেষ্টা পরিষদের অনুমোদন নেয়া বাঞ্ছনীয়।
১৩. এই প্রতিষ্ঠানটি অন্য যেকোন প্রতিষ্ঠান/ব্যক্তির সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। কিন্তু কোনভাবে এই প্রতিষ্ঠানের কর্তৃত্ব/অধিকার সাময়িক বা স্থায়ীভাবে অন্য কোন প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত হবে না।
১৪. সময়ের পরিবর্তন ও প্রযুক্তির অগ্রগতির সাথে তালমিলিয়ে চলার জন্য পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে সম্মতিক্রমে গঠনতন্ত্রে পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন সাধন করতে পারবে।
পরিচালনা পরিষদ ও কার্যাবলীঃ
পরিচালনা পরিষদ-এর পদসমূহঃ
১. পরিচালক (প্রশাসন)
২. পরিচালক (অর্থ)
৩. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
৪. পরিচালক (অপারেশন)
৫. পরিচালক (বিপণন ও বিক্রয়)
৬. পরিচালক (জনসংযোগ)
৭. পরিচালক (মানব সম্পদ উন্নয়ন)
দিক নির্দেশনা-
১. পরিচালনা পরিষদ এই প্রতিষ্ঠানের সকল বৈষয়িক কার্যাবলী সম্পাদন করবে।
২.পরিচালনা পরিষদের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা স্বাপেক্ষে পরিষদের যেকোন একজনকে যেকোন মেয়াদের জন্য দলনেতা নির্বাচন করতে পারে যে সদস্যদের কার্যাদী তদারক ও সমন্বয় করতে পারবে।
৩. পরিচালনা পরিষদ আলোচনা সাপেক্ষে কোন স্বল্প/দীর্ঘমেয়াদী কার্য সম্পাদনের জন্য এক বা একাধিক বৈতিনিক/অবৈতনিক পদ সৃষ্টির মাধ্যমে যথাযথভাবে স্বচ্ছতার ভিত্তিতে সাময়িক/দীর্ঘমেয়াদে অথবা স্বল্প সময়ের জন্য এক বা একাধিক নিয়োগ দিতে পারবে। বৈতনিক নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করবে।
উপদেস্টা পরিষদ ও কার্যাবলীঃ
দিক নির্দেশনা-
সমাজের বিশিষ্ট সম্মানিত ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্য হতে পারবেন।
১. এটি একটি সম্মানিত পদ, কোন অর্থনৈতিক লাভজনক পদ নয়। উপদেষ্টা পরিষদের সদস্যগণ তথা উপদেষ্টগণ কোন বেতন/ভাতা গ্রহণ করবেন না।
২. পরিচালনা পরিষদ আলোচনার মাধ্যমে উপদেষ্টা নির্বাচন করবে। সেক্ষেত্রে সম্ভাব্য উপদেষ্টার সম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে চুড়ান্ত করা হবে।
৩. নির্বাচিত উপদেষ্টা(গণ) সেচ্ছায় উপদেষ্টা পদ হতে ঘোষনার মাধ্যমে সরে দাড়াতে পারবেন।
৪. উপদেষ্টা পরিষদের কোন সদস্য মারা গেলে বা অযোগ্য* বলে বিবেচিত হলে তার উপদেষ্টাপদ বাতিল হবে।
*ক) অযোগ্যতা বলতে- রাষ্ট্র, সমাজ ও প্রতিষ্ঠান বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে, মানসিক ভারসাম্য হারালে, পরিষদের অন্য সদস্যদের কিম্বা উপদেষ্টা পরিষদের আস্থা হারালে অযোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে পরিচালনা পরিষদ ও উপদেষ্টাদের আলোচনার মাধ্যমে অভিযুক্ত উপদেষ্টাকে নোটিশ প্রদানের মাধ্যমে অবহিত করবে।
কার্যবিবরণীঃ
১. উপদেষ্টাগণ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য পরিচালনা পরিষদকে উপদেশ ও দিক নির্দেশনা দিয়ে কার্য সম্পাদনায় সহায়তা করবে।
২.উপদেষ্টাগণ প্রতিষ্ঠানের বড় যেকোন অর্থনৈতিক, উন্নয়নমূলক ও পরিকল্পনার সিদ্ধান্তে অংশগ্রহণ করবে।
৩. স্বচ্ছতা নিশ্চিত করতে উপদেষ্টাগণ অর্থনৈতিক সহ সকল কার্যক্রমের বিবরণী নিরীক্ষা করতে পারবে।