English

প্রবেশ করুন ₪ দিনাজপুরিয়া? সদস্য নন? যোগদিন



দিনাজপুর জিলা স্কুল

Dinajpur Zilla School Dinajpur Zilla School

দিনাজপুর জিলা স্কুল উত্তরবঙ্গের একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান; ১৫০ বছরেরও বেশি কাল ধরে স্কুলটি তার স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জল। উত্তর জনপদের ঐতিহ্য দিনাজপুর জিলা স্কুল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

Dinajpur Zilla Schoolস্কুলটির ইতিহাস এর ক্রমবর্ধমান অবকাঠামো ও পাঠদান পদ্ধতির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। ১৮৫৪ খৃষ্টাব্দে দিনাজপুর জিলা স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তার পূর্ববর্তী কালে খ্রিষ্টান মিশনারীদের পরিচালিত প্রাইমারী স্কুলটি ছাড়া আর একটি বেসরকারীভাবে পরিচালিত প্রাইমারী স্কুল ছিল। বিজয় চক্রবর্তী নামক এক তরুণ সমাজকর্মীর চেষ্টায় সেটি ১৮৪৮ সালে স্থাপিত হয়। ১৮৫২ সালে স্কুলটি শহরের মধ্যস্থলে তুলে আনা হয়। ১৮৫৪ সালে সরকারের শিক্ষানীতি প্রবর্তনের ফলে প্রত্যেক জেলা শহরে একটি করে সরকারী স্কুল প্রতিষ্ঠার পরিকল্পণা গ্রহণ করা হয়। তারই ফলশ্রুতিতে সেই প্রাইমারী স্কুলটি জিলা স্কুলের মর্যাদা লাভ করে এবং তৃতীয় শ্রেণী থেকে ক্লাশ শুরু হয় পুরাতন ভবনটিতে। পূর্বে ভবনটি রাজাদের কাচারী ছিল। সম্প্রতি ১৯৯২ সালে উক্ত ভবনটি ভেঙ্গে নতুন দ্বিতল ভবন নির্মিত হয়।

    দেখা 19 বার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান মন্তব্য করুন সর্বশেষ পরিবর্তিত বৃহস্পতিবার, 19 জানুয়ারী 2012 19:47
    Tweet

    মন্তব্য করুন

    কিভাবে অবদান রাখবেন?

    পরিচালনা দল

    অনুদান করতে

    Dutch-Bangla Bank Ltd.
    DINAJPURINFO.COM
    172.110.3968

    You are not logged in. Please log in to use User features, or sign up.