04 শুক্র, মার্চ 2011 05:00 অপরাহ্ণ
|
দিনাজপুরের বীর মহিলা মুক্তযোদ্ধা উম্মে কুলসুমের দিন কাটে অনাহারে অর্ধহারে! জীর্ন শুষ্ক শরীর নিয়ে আছেন অন্যের বাড়িতে আশ্রিত হয়ে। কিন্তু তাকে দেখার কেউ নাই। তার স্বামী সন্তান নাই। কারো কাছে চাইতেও পারেন না, তাই খেয়ে না খেয়ে দিন যা্চ্ছে এই বীর মহিলা মুক্তিযোদ্ধার! দিনাজপুর মহিলা পরিষদ একবার মুক্তিযোদ্ধ হিসেবে তাকে সংবর্ধনা দিয়েছিল। তখন তাকে দেয়া হয়েছিল একটি চাদর। সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল-এর লেখা “মুক্তিযুদ্ধে বৃহত্তর দিনাজপুর” বইয়ে উম্মে কুলসুমের অবদানের কথা তুলে ধরা হয়েছে ২০০৪ সালে। এই সামান্য প্রাপ্তি ছাড়া তার ভাগ্যে আর কিছু জোটেনি।
|