কৃষি

প্রসিদ্ধ কাটারীভোগলিচুর দেশ দিনাজপুরের রয়েছে বিস্তর সমতল উর্বর আবাদযোগ্য ভূমি। ধান, গম, ভূট্টা, পাট, আখ ও শাকশবজীর পাশাপাশি সকল প্রকার অর্থকরী ফসল প্রচুর পরিমাণে ফলে দিনাজপুরের মাটিতে। দিনাজপুরে উৎপাদিত এসব কৃষিপণ্য দেশের একটি বিরাট অংশের চাহিদা পূরণ করে। আর এজন্য দিনাজপুরকে বলা হয় বাংলাদেশের সবুজ শস্যের ভান্ডার। ফলমূলের মধ্যে লিছুর পরেই রয়েছে আম, যার চাহিদা রয়েছে দেশজুড়ে। আম ও লিচুর পাশাপাশি কলা এবং মৌসুমি ফলের প্রাচুর্য উল্লেখযোগ্য।

লিখেছেন :
আলমামুন
 
 

মন্তব্য করুন

মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


স্প্যামরোধী কোড
আবার দেখান