কপিরাইট |
01 রবি, আগস্ট 2010 06:57 অপরাহ্ণ 441 বার দেখা হয়েছে
|
এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য (লেখা/তথ্য/ছবি/ভিডিও ইত্যাদি) প্রভৃতি দিনাজপুর বিষয়ক যেকোন প্রকার ওয়েব ঠিকানা/পাতা প্রকাশের পূর্বে পূর্বানুমতি আবশ্যক। অন্য সকল ক্ষেত্রে ব্যবহারের (লেখা, প্রকাশনা) জন্য উন্মুক্ত, তবে উৎস হিসেবে এই ওয়েবসাইটের ঠিকানা সংযুক্তির অনুরোধ করা হচ্ছে। আর, বাণিজ্যিক প্রকাশনার পূর্বে লেখা মূল উৎসসমূহ (বই/মিডিয়া) এর স্বত্বাধীকারী(দে)র নিকট হতে সরসরি অনুমতি নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন স্থানে প্রকাশিত মন্তব্যসমূহের স্বত্ব মন্তব্যকারী সংরক্ষণ করেন। |