দিনাজপুরে সফল ওপেন হার্ট সার্জারি
মোহাম্মদ সারওয়ার কামাল সংবাদ সম্মেলনে বলেন, ওপেন হার্ট সার্জারি একটি বড় ও জটিল অস্ত্রোপচার। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করা দিনাজপুরের চিকিৎসাব্যবস্থার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। আগামী মাস থেকে হাসপাতালে হূৎপিণ্ডের বাইপাস সার্জারি এবং দুই মাসের মধ্যে নিরবচ্ছিন্নভাবে বাইপাস ও ওপেন হার্ট সার্জারি করা হবে।
হাসপাতালের চিফ কার্ডিয়াক কনসালট্যান্ট হাসনাইন নান্না আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা সফল হয়েছি। দিনাজপুরসহ দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। বিনিময়ে বেতনের বাইরে কোনো টাকা নিইনি।’ তিনি জানান, গত ২৩ জানুয়ারি এই হাসপাতালে একজন রোগীর কিডনির মূল রক্তনালিতে রিং বসানো হয়েছে। আগামী দুই থেকে চার দিনের মধ্যে হাসপাতালে একজন রোগীর একই সঙ্গে হূৎপিণ্ডের ভাল্বে অস্ত্রোপচার ও রিং পরানো হবে।
হাসনাইন নান্না বলেন, মাত্র এক লাখ ২০ হাজার টাকা প্যাকেজে ওপেন হার্ট এবং এক লাখ ৫০ থেকে ৮০ হাজার টাকায় বাইপাস সার্জারি করা হবে। ঢাকার বিভিন্ন হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারে এর তিন গুণ ব্যয় হয়ে থাকে। হূৎপিণ্ডের যেকোনো রোগের চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশন আগামী দিনে দেশের তথা উত্তরাঞ্চলের মানুষের ভরসার স্থল হবে।
প্রথম ওপেন হার্ট সার্জারি করা রোগী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া গ্রামের জয়নাল আবেদীনের (৪৬) স্ত্রী পারুল নাহার বলেন, ছয় মাস ধরে তাঁর স্বামী হূদেরাগে ভুগছিলেন। এই হাসপাতালের চিকিৎসকদের ব্যবহার এবং চিকিৎসাব্যবস্থায় ভরসা পেয়ে জয়নাল আবেদীন এখানেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। তিনি জানান, তাঁর স্বামী সুস্থ আছেন এবং (শনিবার) দুপুরে নরম ভাত খেয়েছেন।
সংবাদ সম্মেলনে সার্জন, কনসালট্যান্ট ছাড়াও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।