কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে আমরা উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিষ্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙ্গা যায় সহজে। উইন্ডোজ ইউজার পাসওয়ার্ড ছাড়াও আরেকটি পাসওয়ার্ড দ্বারা পিসিকে সুরক্ষিত রাখা যায়। উইন্ডোজ চালু হওয়ার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়। এটাকে র্স্টাটআপ পাসওয়ার্ড বলে। স্টর্াটআপ পাসওয়ার্ড সেট করতে স্টর্াট>রানে Windows+R চেপে syskey লিখে Enter করুন, তাহলে Securing the Windows Account Database ডায়ালগ বঙ্ আসবে। এখানে Encryption Enabled রেখে Update বাটনে ক্লিক করুন তাহলে Startup Key ডায়ালগ বঙ্ আসবে। এবার পাসওয়ার্ড সেট হবে এবং নিশ্চিতকরণ বার্তা আসবে। এখন থেকে কম্পিউটার চালু করলে লগইন স্ক্রিন আসার আগেই স্টাটআপ পাসওয়ার্ড ডায়ালগ বঙ্ আসব্ এে;খানে পাসওয়ার্ড না দিলে লগইন স্ব্রিন আসবে না। আর বিকল্প পথে উইন্ডোজে প্রবেশ করা যাবে না।