স্বাগতম, অতিথি

দিনাজপুরইনফো ডট কম-এ অবদান রাখতে চান?
(1 জন দেখছেন) (1) অতিথি
  • পাতা:
  • 1

TOPIC: দিনাজপুরইনফো ডট কম-এ অবদান রাখতে চান?

দিনাজপুরইনফো ডট কম-এ অবদান রাখতে চান? 1 বছর, 5 মাস পূর্বে #1

আমাদের প্রিয় দিনাজপুর জেলা ‌ও এর অধিবাসী নিয়েই দিনাজপুরইনফো ডট কম। বিভিন্ন জন‌ের উৎসাহ, পরামর্শ ও সহযোগীতায় এই ওয়েবসাইটটি প্রায় দুই বছর ধরে সচল রয়েছে ও সমৃদ্ধ হচ্ছে। আপনি দিনাজপুরিয়া হলে এই আপনাকে আহবান জানাই এই ওয়েবসাইটে যোগ দিতে ও অবদান রাখতে। অন্যান্য জেলার মানুষদেরও স্বাগতম।

আপনি কিভাবে অবদান রাখবেন? (নিজের বাড়ী তৈরী করাকে কি অবদান বলা যায়?)

১. DinajpurInfo.com এ যোগদিন, অন্য দিনাজপুরিয়াদের সঙ্গে পরিচিত হোন, সুন্দর সম্পর্কের জাল বৃদ্ধি করুন।

২. আমাদের প্রিয় দিনাজপুরের সৌন্দর্য ও ঐশর্যকে তুলে ধরুন।

৩. আপনার উপজেলা/ইউনিয়ন/মৌজা/মহল্লা/গ্রাম সম্পর্কে তথ্য প্রকাশ/সমৃদ্ধ করুন- ছোট বড় যেকোন তথ্য যা আমাদের বর্তমানে কাজে আসে, যা আমাদের উত্তরসূরীদের জানা উচিত।

৪. আত্মোন্নয়ন, শিক্ষা ও সামাজিক সচেতনা বৃদ্ধিতে আপনার জ্ঞান ও কর্মকে অন্যদের মাঝে ছড়িয়ে দিন।

৫. এই ওয়েবসাইটটির ব্যবস্থাপনা ও ডিজাইনের কাজে অংশগ্রহণ করুন।

৬. ওয়েবসাইটি ও এর বিভিন্ন কার্যক্রম সচল রাখতে আর্থিকভাবে এগিয়ে আসুন।

এবং ৭. DinajpurInfo.com সম্পর্কে অন্যদেরও জানান।
DinajpurInfo.com এর জন্য একটি সুন্দর লোগোর প্রয়োজন। আপনি গ্রাফিক্সের কাজে পারদর্শী হলে আমাদের একটি লোগো ডিজাইন করে দিতে পারেন। লোগোটি ইমেইল করুন অথবা এখানে আপলোড করুন।
  • পাতা:
  • 1

কিভাবে অবদান রাখবেন?


পরিচালনা দল


  • আলমামুন
  • রনি
  • কিম
  • জেসমিন
  • ফাহিম
  • বাঁধন