DinajpurInfo.com logo
 
Login | Dinajpurian? Not a member? Join Us

মুক্ত কলাম
লাইলাতুল কদর ও লাইলাতুর বরাত নিয়ে বিভ্রান্তি!
ধর্ম

আমাদের দেশে সাধারনত লাইতুল কদর ও লাইলাতুল বরাত(শবে বরাত) নামে দুটি ভিন্ন বাত্র্রি ধর্মীয় ভাবে পালন করা হয়। এখন প্রশ্ন হলো এই দুটি দিবস কি আলাদা নাকি একটিই?

 
I dreamt her
এলোমেলো

I never saw her, but she seemed to be much familiar.
She just looked & smiled, said nothing, but her eyes said everything & I'm done!!

 
ডাউনলোড করলাম উইন্ডোজ৭ (আরসি ১)
কম্পিউটার/সফটওয়্যার

ডাউনলোড করলাম উইন্ডোজ৭। ২.৩৬ গিগা। প্রায় ৫০ ঘন্টা লাগলো। আপনার কেউ ডাউনলোড করতে চাইলে সরাসরি লিংকটি এখানে-

http://wb.dlservice.microsoft.com/dl/download/release/windows7/4/0/c/40c1e714-7910-4b38-9b5e-67fa522e6a44/7100.0.090421-1700_x86fre_client_en-us_retail_ultimate-grc1culfrer_en_dvd.iso

ডাউনলোডের জন্য কোন ডাউনলোড ম্যানেজার যেমন অরবিট ব্যবহার করুন। মাইক্রোসফটের জাভা ডাউনলোড ম্যানেজারে করা ফাইলে এরর (error) পাওয়া যাচ্ছে প্রায়ই। অবশ্য ডাউনলোডার দ্বারা করলেও আইএসও (iso) ফাইলে সামান্য সমস্যা থাকছেই। ডাউনলোডকৃত আইএসও ফাইলটি সাথে সাথে বার্ন/ ডিস্কে রাইট করতে যাবেন না। যদিও ডাউনলোড সম্পূর্ণ হয়, কিন্তু ফাইলটি প্রায়ই অসম্পুর্ন থেকে যায়। আর সেজন্যই বার্ন করার সময় শেষের দিকে এরর পায় এবং বার্ন বাতিল হয়ে যায়। আমি ২ টা ডিভিডি নষ্ট করলাম এভাবে। অবশেষে টরেন্ট ব্যবহার করে অসম্পূর্ণ ফাইলটি পূর্ণ করলাম এবং ডিস্ক নষ্ট হওয়ার ঝুকি এড়াতে পেনড্রাইভে নিয়ে সেখান থেকে বুট করে ইন্সটল করলাম।

আইএসও ফাইলটি সঠিক কিনা নিশ্চিত করতে Windows 7 iso Verifier দিয়ে চেকসাম ক্যালকুলেট করুন। (ফাইলটি এই সফটওয়্যারে দেখিয়ে দিলেই নিজে যাচাই করে জানাবে সঠিক কি না।

 

Windows 7 iso Verifier

 
ইস, কি দিন যাচ্ছিলো..
এলোমেলো

ইস্..কি দিনগুলো যাচ্ছিলো.. ১২-১৪ ঘন্টা ইন্টারনেটেই পার হচ্ছিলো.. সবাই লেখা পড়ার ফাঁকে ফাঁকে কম্পিউটার চালায়, আর আমি কম্পিউটার চালানোর ফাঁকে ফাঁকে পড়তাম। আহ। সবই সম্ভব হয়েছিল গ্রামীণফোনের বিশেষ সুবিধা কিম্বা ওদের কারিগরি সমস্যার কারণে। কিন্তু সুখের দিনগুলো আর থাকলোনা।  ব্যাটারা সমস্যা সারিয়ে ফেলেছে।

 
ছোট্ট ঘোষণা : সাইটে ও সদস্যপ্রোফাইলে একটু পরিবর্তন
বিজ্ঞপ্তি
দুটো পরিবর্তন আনা হয়েছে-

১) ব্লগকে মুক্ত কলাম দ্বারা প্রতিস্থাপন করা হলো। ব্লগটা তেমন কাজে আসছিল না। আর সাইটটাও বেশ ভারী হয়েগিয়েছিল। একারণে ব্লগটাকে সরিয়ে ফেলা হলো। ব্লগের সব লেখা কলামটিতে গেছে।
২) প্রোফাইলে টুইটার যোগ। টুইটারে আপনার এ্যকাউন্ট থাকলে আপনার প্রোফাইল "সম্পাদনা" করে শুধু এ্যকাউন্ট নামটা বসিয়ে দিন।
 
বিনি পয়সায় বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি
দিনাজপুরইনফো-তে বিনামূল্যে বিজ্ঞাপন নেয়া হচ্ছে। মোট ৫টি বিজ্ঞাপন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হবে। বিজ্ঞাপনের সংখ্যা ও শর্তাবলী এখানে -
 
সহায়িকা
সহায়িকা

নিবন্ধন-পূর্ব সহায়িকা


দিনাজপুরইনফো ডট কম-এ যোগ দিতে কি কি লাগে?

আপনার আগ্রহ ও কয়েকটি মিনিট, সেই সাথে একটি ইমেইল ঠিকানা।


সদস্যনাম, নাম, শব্দচাবি, নিবন্ধন কি?

সদস্যনাম= আপনার ইংরেজী পরিচয় নাম, যা দিয়ে আপনি সাইটে প্রবেশ/লগইন করবেন।

নাম= আপনার পুরো নাম। সম্ভব হলে বাংলায় দিন। পরে বদলাতে পারবেন।

শব্দচাবি= পাসওয়ার্ড। শব্দচাবি ও সদস্যনাম দিয়ে আপনি সদস্য এলাকায় প্রবেশ/লগইন করতে পারবেন।

নিবন্ধন= নাম, শব্দচাবি ইত্যাদি দিয়ে একটি ফরম পূরণের মাধ্যমে যোগ দেয়া।


নিবন্ধন ফরমে বাংলা লিখতে পারছিনা।

সমস্যা নেই। আপনি ইংরেজীতেই ফরমটা পূরণ করুন।


আমি ছবি দিতে চাইনা।

ছবি দেয়া বাধ্যতামূলক নয়। তবে সেক্ষেত্রে আপনি অন্যের আস্থা অর্জন করতে পারবেন না। ছবি না থাকলে বা কার্টুন, ফুল, লোগো ইত্যাদি ব্যবহার করলে অন্যেরা আপনাকে চিনবেনা, আপনার লেখার গুরুত্ব কমতে পারে। তাছাড়া, বিশেষ কিছু লিখতে গেলে আপনার ছবি এবং ঠিকানা অবশ্যই থাকা লাগবে। নয়ত তা প্রকাশ করা নাও হতে পারে।

আমি ঠিকানা দেব কেন?

উপরের লেখাটি দেখুন।


আমার এই মূহুর্তে কোন ছবি নেই।

সমস্যা নেই। আপনি পরে আপলোড করতে পারবেন।


শব্দচাবি/পাসওয়ার্ড নিচ্ছে না।

শব্দচাবি/পাসওয়ার্ড ইংরেজী বর্ণ+ সংখ্যার মিশ্রণে হতে হবে, এবং কমসে কম ৬ (ছয়) ঘরের হতে হবে। যেমন 01wa5c7


নিবন্ধন /রেজিষ্ট্রেশন করলাম, তবুও প্রবেশ /লগইন করতে পারছি না।

নিবন্ধনের সময় আপনি যে ইমেইল ঠিকানাটি দিয়েছিলেন সেখানে একটি মেইল পাঠানো হয়েছে, ইমেইল ঠিকানাটি আপনার কিনা তা যাচাই করতে। সেই মেইলে আপনি একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করার পর আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তখন আপনি প্রবেশ/লগইন করতে পারবেন।


 
আমার ভাবনা !!
এলোমেলো


তৈলাক্ত বাঁশ ও পরিশ্রমী বানরের গল্পটি আর  সমাপ্তি পায় না ।
আমরা ক্রমাগত উঠতে থাকি, উঠতে উঠতে পিছলে যাই ।
আমাদের জন্মক্ষন, আমাদের ধর্ম কোন কিছু বেছে নেয়ার অধিকার নেই ।
সার্টিফিকেটে জন্মতারিখ বসাচ্ছেন মূর্খ স্কুল শিক্ষক,
কোথায় শ্রম দেব সেই সিদ্ধান্ত নেয় মামা-কাকার দল,
কাকে বিয়ে করব কি করব না,সিদ্ধান্ত দিচ্ছেন রাশভারি অভিভাবক ।

আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পন্য আমাদের প্রয়োজন,
কোনট দরকারী নয় ।
রাষ্ট্র বলছে ভাতের বদলে আলু খেতে,কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে ।

আমাদের কন্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক ।
আমরা ভাবতে শিখছি না,ভাবার ভান করছি ক্রমাগত ।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই ।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন  বলে দিচ্ছেন আমরা কী ভাবব,আর কী ভাবব না ।

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং ।

আশ্রয় ছিল অন্তর্জাল ।
হায় , সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা ।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই,
কিন্ত কানের কাছে ক্রমাগত হাউস দ্যাট চিৎকার করে
যাচ্ছে মূর্খ ইতররা ।
কেউ দরজায় আগল  দিয়েছেন,কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
কারাগারে ।

এখনই উপযুক্ত সময় কিছু একটা করার ।
এখনই তৈরী করতে হবে নিজের বাকভূম ।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ বাতাস ।(internet)

 
যোগদানের শর্তাবলী
সহায়িকা
দিনাজপুর ইনফো ডট কম -স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু সবকিছুর একটা সীমা/নিয়ম থাকে এবং আমরাও এর ব্যতিক্রম নই। আমাদের নিয়মগুলি ছোট্টছোট্ট ও সোজা। পড়ে দেখুন আপনি একমত হতে পারেন কিনা।

১. আপনি যেকোন বিষয়ে আলোচনা/মত প্রকাশ করার অধিকার রাখেন। দয়াকরে ধর্মীয় অনুভূতি, নীতিবোধে আঘাত হানে এমন এবং সংস্কারবিবর্জিত আলোচনা/মত প্রকাশ থেকে বিরত থাকবেন।

২. প্রত্যেকের নিজস্ব একটি মতামত আছে। আপনি যেমন মত প্রকাশ করবেন তেমনি অপরেও..। অপরের মতটিকে সহজভাবে নিন।

৩. বিতর্ক/মতভেদ হতেই পারে। কিন্তু দয়াকরে ভদ্রতা বজায় রাখবেন। শিষ্ট ও ভদ্র আচরণ ভাল বংশের পরিচায়ক।

৪. রাষ্ট্র কর্তৃক আরোপিত আইন মেনে চলতে হবে।

৫. দিনাজপুর ইনফো ডট কম যেকোন সময় এই সাইট/ব্যবস্থা/সেবা বাতিলের/বন্ধের ক্ষমতা রাখে। (আমরা মোটেও এই সাইট ও সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ করতে চাইনা; কিন্তু আমাদের আর্থিক সীমা বেশিদূর প্রসারিত নয়।)

৬. দিনাজপুর ইনফো ডট কম উপযুক্ত/যুক্তিপূর্ণ কারণ সাপেক্ষ আংশিক/সকল নীতিমালা পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার ক্ষমতা রাখে।

উপরোক্ত শর্তগুলি মেনে নিলে আপনি দিনাজপুরইনফো ডট কম (dinajpurinfo.com / dinajpurinfo.com /http://dinajpurinfo.com / http://dinajpurinfo.com ) এ যোগ দিতে পারেন।
 
যে কেউ লিখতে পারেন ফোরামে
সহায়িকা
ফোরামে লেখার জন্য নিবন্ধন বা রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই। যেকেউ লিখতে পারেন। মানে অতিথিও।
 
মন্তব্যে আপনার ছবি দেখান
সহায়িকা
আপনার(অতিথি) যদি গ্রাবতার বা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাতে লগ-ইন করে এখানে মন্তব্য করুন। মন্তব্যে আপনার অবতার/ছবি দেখাবে, সেই ছবি আপনার ব্লগ/সাইট কে লিংক করবে। নিবন্ধিত সদস্যের ক্ষেত্রে তাদের প্রোফাইলের ছবিটিই দেখাবে।
 
ভালবাসা দিবসটা কেমন যাবে
এলোমেলো
আমি জোতিষি নই। আমার কোন ইয়েও নাই। তাই মোটামুটি ভালই যাবে আশা করতেছি। বন্ধুরা আগেই বলে দিয়েছে শনিবারটা ওদের খবরাখবর আমার না নিলেও চলবে। কল-মিসকল দিয়ে ভালমন্দের খবর না নিলেও হবে। তারপরেও ভালযাবে বলছি কারণ আছে। আমার বন্ধুরা ইন্টারনেটে তেমন আসে না।এই লেখাটা পড়ার সম্ভাবনা ওদের কম। যখন জানবে তখন ভ্যালেন্টাইন ডে পার। তবে আসল কথা হলো আমার পরিকল্পনাটা আপনাদেরও বলছি না। আমি খুবই আশাবাদী এবং কালকের দিনটার মধ্যেও অনেককিছু ঘটে যেতে পারে। না ঘটলে বন্ধুদের ভ্যালেন্টাইনকে আমি ভাজা ভাজা করব।
 
রশিদ স্যার, আপনাকে খুব মনে পড়ছে
এলোমেলো
স্যার আপনার হয়তো মনে নেই আমাকে। মনে থাকার কথাও নয়। তবে আপনি আমার বাবা মাকে চেনেন বলে হয়তো আমাকে চিনতে পারবেন। আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত আপনার ছাত্র ছিলাম মহব্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
 
Computer konta valo
এলোমেলো

Ami Computer kinta chai. Konta valo please janaben. Ami a bepara kichu bujhina.

 
মোবাইল বিষয়ক ফোরাম GsmDinajpur.com
বিজ্ঞপ্তি
দিনাজপুর থেকে মোবাইল বিষয়ক ফোরাম GsmDinajpur.com চালু হয়েছে। সাইটটির স্বত্বাধিকারী মোবাইল হাউস দিনাজপুর, সুইহারী। মোবাইলের যেকোন সমস্যার সমাধান জানতে বা পরামর্শ নিতে ফোরামটি ভ্রমণ করতে পারেন।
 
আমি আর ডক্টর ফস্টাস
এলোমেলো

চুড়ান্ত পরীক্ষার আর বেশী দেরী নেই, কিন্তু পড়াশোনা সে অনুসারে হয়নি। কেন যেন হচ্ছে না।

 
নামেই সাইবার কাফে, কামে অন্যকিছু
এলোমেলো

গত বুধবার সাইবার ক্যাফেতে গেলাম, বল্ল বুদ ফাকা নাই। নাক উচু করে দেখলাম সত্যিই বুদ ফাকা নাই। ১টাতে দুটো ১টা জুটি ফিসফিস করছে। বোঝাই যায় নেট ব্রাউজ না করে কি ব্রাউজ করতেছে ওরা। আরেকটাতে ৩টা কিশোর মনিটরের উপর হোমড়ি খেয়ে পড়তেছে। ওধের ১জন বল্ল সিডি চলতেছে না। সাইবার কাফের লোক গিয়ে কি যেন test [বাংলাটা লেখতে পারলাম না। যুক্ত-খটা কিদিয়ে যেন লেখে ভূলে গেছি] করে বল্ল সিডিটা ভালনা।;) সাইবার কাফেতে সিডি দেখতেছে ৩টা কিশোর ছেলে। কি বুঝলেন? যারা প্রায়ই সাইবারকাফেতে যান তারা হয়তো এই দৃশ্যাটা দেখে থাকবেন।

 
Just met Omi vai, tomorrow again..
এলোমেলো

Omi vai is now in Dinajpur and tomorrow night he'll be leaving for Dhaka. I didn't get his contact number. So I mailed him Friday and came to know that he would be available today at CityCell Care Centre after 11am.

 
ব্যবহার করুন মুক্ত সফটও‌য়্যার
বিজ্ঞপ্তি
(অসমাপ্ত)
দিনাজপুরইনফো ডট কম মুক্ত সফটওয়্যার আন্দোলনে বিশ্বাস করে এবং মুক্ত সফটওয়্যারের ধারণা ও স্বাদকে দিনাজপুরের প্রতিটি কম্পিউটার ব্যবহারকারীর সাথে ভাগ করে নিতে চায়। মুক্ত সফটওয়্যার সম্পর্কে জানতে বা একজন কম্পিউটার ব্যবহারকারী হিসেবে আপনি কেন মুক্ত সফটওয়্যার ব্যবহার করবেন তা জানতে এখানে ক্লিক করুন।
মুক্ত সফটওয়্যার ব্যবহারে আগ্রহী হলে দিনাজপুরইনফো ডট কম-এর দপ্তর থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি; বিধায় আসার আগে যোগাযোগ করে সময় ঠিক করে নিবেন। পেন ড্রাইভ বা সিডি নিয়ে আসবেন। সফটওয়্যার সাখে সাথে বা পরেরদিন পেয়ে যাবেন।

বিঃ দ্রঃ এসব সফটওয়্যার আপনি/আপনারা কোন শর্তসাপেক্ষে বিক্রি করতে পারবেন না। তবে যতখুশি বিলি করতে পারেন। বিলি করার ক্ষেত্রে আপনি/আপনারা কোন ধরণের বাণিজ্যিক শর্তারোপ করতে পারবেন না।

****************************************
আমাদের বর্তমান সংগ্রহঃ  (বিঃ দ্রঃ সব ইন্টেল/এএমডি ৩২ বিট)
* চিহ্ন সর্বশেষ সংস্করণ নির্দেশ করে।
****************************************

ওপারেটিং সিস্টেমসমূহ--------
উবুন্টু ৯.০৮ জন্টি জ্যাকলপ *
উবুন্টু ৮.১০ ইন্ট্রিপিড আইবেক্স  (৩০ অক্টোবর, ২০০৮)
উবুন্টু ৮.০৪ হার্ডিহ্যারন , উবুন্টু/কুবুন্টু/এডুবুন্টু/জুবুন্টু
উবুন্টু
৭.১০ গাটসি গিবন
ফেডোরা ১০ (২৫ নভেম্বর, ২০০৮)
ওপেন সোলারিস ২০০৮.১১
মান্দ্রিভা লিনাক্স ওয়ান ২০০৯ জিনোম (০৯ অক্টোবর, ২০০৮)


(উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য)

অফিস অ্যাপ্লিকেশন/লেখালেখির সফটওয়্যারসমূহ
-----
ওপেনঅফিস
*
এবি ওয়ার্ড ২.৬.৫* (৫.৯৫ মেগাবাইটের পিচ্চি কিন্তু কাজের ওয়ার্ডপ্রসেসর)

কিবোর্ড (ইউনিকোড বাংলা)-----
অভ্র কীবোর্ড
*
জাতীয় কীবোর্ড*

গ্রাফিক্স সম্পাদনা-----
গিম্প ২.৬.৩*
স্ক্রাইবাস*
ইন্কস্কেপ*

গানশোনা/চলচিত্র দেখার সফটওয়্যার-----
এম প্লেয়ার* ১২-১১-২০০৮ (১৯২টির বেশি ভিডিও এবং ৮৫টির বেশি অডিও কোডেক সমর্থন করে। প্রায় সব ধরণের মিডিয়া ফাইল চালাতে পারে)
ভিএলসি / ভিডিও ল্যান মিডিয়া প্লেয়ার ০.৯.৮এ*

শব্দ ও ভিডিও সম্পাদনা-----
মিডিয়া কোডার ০.৬.২- - * (কনভার্টার; প্রায় সব ফরম্যাটে কনভার্ট করতে পারে)
(শব্দ ধারণ ও সম্পাদন)
অডাসিটি ১.৩.৬ বেটা* (২৪/১০/০৮)
অডাসিটি ১.২.৬
----------------------------------------------------------------------
 
আহ! এখন থেকে ব্লগ লেখা যাবে
এলোমেলো

দিনাজপুরইনফো ডট কমে এখন থেকে ব্লগ লেখা যাবে - কোন ঝামেলা বা পুনঃলগইন ছাড়াই। যেখানে সাইটের অন্যান্য ক্ষেত্রে সীমিত কিছু বিষয়ে লেখা যেত, এই পাতায় লেখা যাবে অসংখ্য বিষয়ে কিম্বা কোন বিষয় ছাড়াই। লেখা সাথে সাথে প্রকাশিত হবে-কোন অনুমতির ব্যাপার নেই। শুধু লক্ষ্য রাখবেন আপনার লেখা অন্যের মতামত বা অনুভুতি আঘাত করছে না বা কোন ধর্মমত, নীতিবোধের সংগে সাংঘর্ষিক হচ্ছে না। দেশের আইনে নিষিদ্ধ বিষয় সমূহ ও অন্যের লেখা নকলকরা এড়িয়ে চলুন। আপনাদের অভিনন্দন।

 
ইংরেজী গ্রামারের সহজ পাঠ
সহায়িকা
না, ইংরেজী গ্রামার নিয়ে জটিল সব আলোচনা নয়-আমার বন্ধুমহলের জন্য অল্প কথায় আগের জানা নিয়মগুলো স্মরণ করাই আমার উদ্দেশ্য।
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

Visitors

Today 183
Yesterday 279
This week 462
Last week 1892
This month 6144
Last month 7940
All days 77108
Visitors Counter
Dinajpur District Portal

সদস্যদের ব্যক্তিগত সাইট


DinajpurInfo.com সম্পর্কে আপনার পরিচিত/বন্ধুদের জানান। নিচের বোতামে ক্লিক করে তাদের মেইল পাঠান..
Write Something
Submit a link
Download
Sign our GuestBook
Email
Any Problem or Question? Call or SMS DinajpurInfo Team at 01719542426, 01714691100