প্রবেশ করুন | দিনাজপুরিয়া? সদস্য নন? যোগদিন

বিরামপুর উপজেলা

বিরামপুর উপজেলা
আয়তনঃ ২১১.৮১ বর্গ কি.মি. | জনসংখ্যাঃ ১,৫০,৬২০জন (পুরুষ ৭৭,৫১৭ ও মহিলা  ৭৩১০৩)

 

এক নজরে বিরামপুর উপজেলা

  • শিক্ষার হারঃ ৪৬.৯%
  • নির্বাচনী এলাকাঃ  দিনাজপুর-৬ [ বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট ]
  • পৌরসভাঃ ১ টি
  • ওয়ার্ডঃ ৯ টি
  • মহল্লাঃ ২৬ টি
  • ইউনিয়নঃ ৭ টি [ কাটলা, খাঁনপুর, জোতবানী, দিওড়, মুকুন্দপুর, পলিপ্রয়াগপুর, বিনাইল ]
  • মৌজাঃ ১৭১ টি
  • গ্রামঃ ১৬৯ টি
  • ঘরবাড়ীঃ ৩৩,৩২১ টি

জেলা সদর হতে ৫৬ কিঃমিঃ দক্ষিণে প্রমত্ত যমুনার এক শাখা নদীর কোল ঘেঁষে বিরামপুর উপজেলার অবস্থান। বিরামপুর থানা সৃষ্টির পূর্বে হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী থানার সমন্বয়ে এ অঞ্চল পরিচালিত হত। কথিত আছে সম্রাট আকবরের সময় বাংলার বারো ভুঁইয়াদের মধ্যে পাতরদাস নামক এক শক্তিশালী রাজা ছিলেন। তাঁর রাজধানী ছিল এই এলাকায়। রাজা পাতরদাস মোগল সেনাপতি বৈরাম খাঁর নিকট যুদ্ধে পরাজয় বরণ করেন। সেনাপতি বৈরাম খাঁর নামে এই এলাকার নাম হয় বিরামপুর।

নবাবগঞ্জ ও হাকিমপুর থানার ২টি করে ও ফুলবাড়ী থানার ৩টি ইউনিয়নের সমন্বয়ে ১৯৮১ সালের ৭ জুন বিরামপুর থানা গঠিত হয়। ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর তারিখে বিরামপুর থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৯০ সালে বিরামপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভার কার্যক্রম শুরু হয় ১৫ জুন, ১৯৯৫ তারিখে।
লিখেছেন :
আলমামুন
 
মন্তব্য (0)Add Comment

মন্তব্য লিখুন
bold italicize underline strike url image quote Smile Wink Laugh Grin Angry Sad Shocked Cool Tongue Kiss Cry
ছোট | বড়

security code
উপরের বর্ণগুলো লিখুন


busy
 

অতিথি বহিতে...

Nazmul Haque বলেন-
Excellent Job!!!!!!!! I am really proud of you and proud to be a Dinajpuria...I never imagined that I could find something like that...never...

জানিয়ে দিন

এই সাইট টি আপনাদের ভাল লেগে থাকলে অন্যদের জানান

আপনার নাম

আপনার ইমেইল

আপনার পরিচিতদের ইমেইল  [-] [+]

বার্তা [+]