আমি বুঝিনা, সরকারের একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট কিভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন হয়। আজ একটা ফরম ডাউনলোড করতে গিয়ে দেখলাম..যদিও সরকারী সাইটগুলোর ক্ষেত্রে এটা নতুন কিছু নয়... প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইটটি বিগত এক বছর যাবৎ ভাইরাস সংক্রমণে ভূগছিল। নিরাপত্তার জন্য ব্রাউজারগুলি সাইটটিতে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। জোর করে গেলেও, যাওয়া মাত্র উইন্ডোজ চালিত পিসিতে ভাইরাসের সংক্রমণ হচ্ছিল। কিন্তু আজ.. একি হেরিলাম