ডাউনলোডার/ ডাউনলোড ম্যানেজার হিসেবে অরবিটের (Orbit downlader) এর জুড়ি মেলেনা। অরবিট দ্রুতগতির, বিনামূল্যের, ছোট্ট, হাল্কা এবং P2P ও মাল্টিসোর্স ডাউনলোডিং টেকনোলজি ভিত্তিক। শব্দগুলো শক্ত লাগছে? সোজা কথায় অরবিট ডাউনলোডার ফাটাফাটি। এটা HTTP, HTTPS, FTP, MMS ও RTSP প্রটোকল সমর্থন করে। তাছাড়া এটা পিসির রেমের অতি সামান্য দখল করে বলে ডাউনলোডের সময় আপনার পিসি ধীর হয়ে যায় না এবং কম্পিউটারের স্বাভাবিক কাজকর্ম, গেম খেলা ইত্যাদিতে কোন চাপ পড়ে না। একই সাথে একাধিক ডাউনলোডেও নয়। তাছাড়া এটা দিয়ে যেকোন ধরণের মিডিয়া ফাইল-গান, ভিডিও ডাউনলোডের পাশাপাশি ফ্ল্যাশ ভিডিও (যেমন ইউটিউব -এর ভিডিও) ডাউনলোড করা যায় । এজন্য অন্যকোন সফটওয়্যার বা ডাউনলোডার দরকার পড়েনা।
অরবিট ডাউনলোডার (Orbit downlader) ডাউনলোড করতে পারেন এখান থেকে অথবা এখান থেকে।
স্ক্রীনশট