ইংরেজীকে কঠিন কিছু ভাববেন না। কারণ এটা একটা ভাষা। এখানে আমি কি লিখছি সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবেন না; ছোট থেকেই আপনি এসব পড়ে আসছেন এবং আপনার সব চেনা। শুধু চোখ বুলিয়ে যাবেন।
Parts of Speech are linguistic
categories of words, মানে, ইংরেজী ভাষায় ব্যবহৃত শব্দগুলোর শ্রেণীবিভাগগুলিই হচ্ছে Parts of Speech।
ইংরেজীতে Parts of Speech আটটি- Noun, Pronoun, Verb, Adverb, Adjective, Preposition, Conjunction এবং Interjection।
Noun: Name of anything, অর্থাৎ যেকোন জিনিসের (মানুষ, জীবজন্তু, জায়গা প্রভৃতির) নামই হলো Noun।
Pronoun: Pronoun substitutes for Noun, অর্থাৎ Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা যায় তাই Pronoun। যেমন He, She ইত্যাদি।
Verb: Verb is action in a sentence, অর্থাৎ যে শব্দ কোন কাজ করা বোঝায় তা-ই Verb। যেমন go, eat, dance ইত্যাদি।
Adverb: Adverb denotes Time(When?), Place(Where?), Way (How?)or Cause (Why?)of an action. সোজা কথায়- কোন কাজ কখন, কোথায়, কিভাবে অথবা কেন সংঘটিত হয় তা নির্দেশ করে Adverb।
Adjective: Adjective expresses more info or quality of a Noun/Pronoun,অর্থাৎ Noun বা Pronoun এর দোষ,গুণ,অবস্থা, সংখ্যা, পরিমাণ তথা Noun/Pronoun সম্পর্কে বাড়তি তথ্য দেয় যে শব্দ তা-ই Adjective। যেমন good, ugly, numerous ইত্যাদি।
Preposition: Prepsoition stands in front of Nouns (sometimes gerund verbs)। অন্য কথায়, Prepsoition ছোট ছোট শব্দ যা Noun এর সামনে বসে। Prepsoition এর সংজ্ঞা সহজে দেয়া যায় না। এটা ইংরেজী গ্রামারের সবচে' কঠিন এবং জটিল চিজ। (বলা যায়) Prepsoition এর একটাই নিয়ম। কি সেটা? আসলে এর কোন নিয়ম নেই। তাহলে শিখবেন কিভাবে? ব্যবহার করে করে, অভিধান দেখে। এদের সংখ্যা প্রচুর। ৯০টির মত।
Conjunction: Conjunction is a part of speech that connects two words, অর্থাৎ Conjunction দুটি শব্দকে সংযুক্ত করে। এদের সংখ্যা ৩টি- and, but, or।
Interjection: Interjection expresses emotion on the part of the speaker, অর্থাৎ যে শব্দ বক্তার আবেগ প্রকাশ করে তা-ই Interjection। Alas, wow এগুলো Interjection।