মাতৃভাষার আবেদন ও তথ্যপ্রযুক্তিতে এর গুরুত্ব সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। বাংলার প্রতি ভালবাসা থেকেই দিনাজপুরইনফোর জন্য নতুন ডোমেইন নাম নেয়া হলো - দিনাজপুর.com । এটি একটি ইন্টারন্যাশনালাইজড ডোমেইন। এবং এতে "দিনাজপুর" শব্দটি ইউনিকোড বাংলায় লিখতে হবে।
ব্রাউজারের এড্রেসবারে দিনাজপুর.com লিখলে ব্রাউজার তা অনুবাদ করে আসকি (ASCII) ও পিউনিকোড (Punycode) এর সমন্বয়ে xn--w5btgj4a0ffu.com ঠিকানা দেখাতে পারে। তবে ঘাবড়ানোর কিছুই নেই, এদুটো পরষ্পরের পরিপূরক এবং একই ঠিকানা।
দিনাজপুর.com নতুন নামটি ইতোমধ্যে ব্যবহৃত হচ্ছে, তবে কিছুটা সমস্যা রয়েছে। যেমন এই ঠিকানা টাইপ করতে ইউনিকোড বাংলা কীবোর্ড লাগবে। অনেক মোবাইলে বাংলা সমর্থন করে না। আবার কিছু কিছু মোবাইল ব্রাউজারে বাংলা ঠিকানা লেখা যায়না। আরো একটা বড় সমস্যা হলো বাংলাভাষাভাষীদের বাইরের কেউ এই ঠিকানা ঠিকমতো দেখতে পাবেনা ইউনিকোড বাংলা ফন্ট না থাকায়, তারা বুঝবেনা, টাইপ করতে পারবেনা।