By আল মামুন, on 18-10-2008 02:02
|
Views : 35
|
Favoured : None
|
দিনাজপুরইনফো-তে আপনি বিভিন্ন বিষয়ে (দিনাজপুরের যেকোন বিষয় ছাড়াও শিক্ষা, সাহিত্য আলোচনা, সমালোচনা, দেশ ও বিশ্বের যেকোন ঘটনা-সংবাদ, বিজ্ঞান, কম্পিউটার সম্পর্কিত, ওপেনসোর্স, লিনাক্স.. আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা, সমস্যা, টিপস, পরামর্শ অর্থাৎ অসংখ্য বিষয়ে) লিখতে পারেন। লেখার জন্য প্রথমে অবশ্যই আপনাকে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন প্রক্রিয়া খুবই সোজা। বামদিনকের "ব্যবহারকারী"-এ "একটি হিসাব খুলুন" এ ক্লিক করলেই নিবন্ধন ফরম পেয়ে যাবেন। নামের ঘরে আপনার ইচ্ছেমত বাংলা/ইংরেজী নাম দিন। এই নামটি সবাই দেখবে। কিন্তু পরের ব্যবহারকারী নাম (username)টি অবশ্যই ইংরেজীতে হতে হবে এবং এটা বাইরের কেউ দেখবেনা, জানবেনা। আপনার হিসাব হ্যাক হওয়া থেকে রক্ষা করতেই এই ব্যবস্থা। যাহোক, আপনি চাইলে দুটোই নাম একই লিখতে পারেন। ইমেইলের ঘরটিতে কেউ কেউ একটু ভুল করে ফেলেন। এই ফরম পূরণের মাধ্যমে দিনাজপুরইনফো আপনাকে কোন ইমেইল ঠিকানা দিচ্ছে না,এখানে আপনার(যা ইতোমধ্যেই আপনার আছে)ইমেইল ঠিকানা লিখুন। একটি ইমেইল ঠিকানা ছাড়া হিসাব খোলা সম্ভব নয়। পাসওয়ার্ড় বা শব্দচাবি ইংরেজি বর্ণ ও সংখ্যার মিলিত (alpha-numeric)হতে হবে। Send Registration এ ক্লিক করলে সবকিছু ঠিক থাকলে আপনার ইমেইল ঠিকানায় একটা মেইল চলে যাবে (মেইল পৌছাতে ২/৩ মিনিট লাগতে পারে। এই মেইলটিতে আপনি একটি লিংক পাবেন যেটা ক্লিক করার পর আপনার হিসাব সক্রিয় হবে। এরপর আপনার ব্যবহারকারী নাম ও শব্দচাবি (পাসওয়ার্ড) দিয়ে লগইন করলে আপনি লেখালেখি ও অন্যান্য কাজ করতে পারবেন। ধন্যবাদ।
Last update: 18-10-2008 02:06
|
|