+ - =

দর্শক সংখ্যা

mod_vvisit_counter আজ 104
mod_vvisit_counter গতকাল 111
mod_vvisit_counter এই সপ্তাহে 355
mod_vvisit_counter এইমাসে 2416
mod_vvisit_counter সর্বমোট 2417

এখন অনলাইনে

মোট: 2 জন
সদস্য: 0 জন
অতিথি: 2 জন
No members online

নতুন সদস্য

পরিদর্শক offline
আল মামুন offline
     
Powered by RafCloud 2.0.2
উবুন্টু (মানবতার জন্য লিনাক্স)

By আল মামুন, on 27-10-2008 23:39  

Views : 15

Favoured : None

      উবুন্টু লিনাক্স ঘরানার অপারেটিং সিস্টেম যা স্বাধীন/বিনামূল্যেরউন্মুক্ত উৎসের (ওপের সোর্স)। লিনাক্সের কথায় আঁতকে উঠেছেন!! আপনি শোনা কথা নিয়ে পড়ে আছেন। লিনাক্স অনেক পথ পেরিয়েছে এবং এই পথ সর্বদা উপরের দিকেই গেছে। লিনাক্সের মধ্যে সবচে' সোজা ও সহজবোধ্য হলো উবুন্টু। উবুন্টু ব্যবহার করে আপনি কম্পিউটারের যাবতীয় কাজকর্ম যেমন লেখালেখি, নথিপত্র ( ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ইত্যাদি) তৈরী, ছবি দেখা, গান শোনা, ইন্টারনেট ব্যবহার, ইমেইল করা , মোবাইল ও পেনড্রাইভের ব্যবহার ইত্যাদি অনেক কাজ করতে পারবেন-ভাইরাসের কোন প্রকার উপদ্রব ছাড়াই।

      উবুন্টু আপনার দপ্তরের, ব্যবসায় প্রতিষ্ঠানের কিম্বা ঘরের ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটারে চলবে। এটিবাংলা সহ বিভিন্ন ভাষা বহন করে এবং আপনি বাংলা অথবা ইংরেজী অথবা অন্য কোন ভাষায় ব্যবহার করতে পারেন। এতে নতুন করে অফিস সফটওয়্যার প্যাকেজ ইন্সটলের প্রয়োজন পড়ে না। উবুন্টু সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।

    উবুন্টু উন্মুক্ত উৎস ভিত্তিক ও স্বত্বধীকারমুক্ত (কপিরাইট ফ্রী) । প্রয়োজনে আপনি এটি পরিবর্তন, পরিমার্জন, সংস্কার, কপি, বিতরন করতে পারেন; আর এজন্য আপনাকে কোন আইনি বাধার মুখোমুখি হতে হবে না। বরং আপনাকে সংস্কার ও বিতরনের জন্য উৎসাহিত করা হয়, এবং আপনার উন্নয়ন / সংস্কারসমুহ পৃথিবীব্যপী ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

     উবুন্টু আপনারা পেতে পারেন উবুন্টুর ওয়েবসাইট থেকে (বিনামূল্যের সিডির আবেদন / ডাউনলোড করে) অথবা আমার কাছ থেকে (অবশ্যই বিনামুল্যে)। আমার কাছে আপাতত উবুন্টুর সর্বশেষ সংস্করন হার্ডি হ্যারন (৮.০৪)-এর উবুন্টু, কুবুন্টু(কেডিই৪), এডুবুন্টু (শিক্ষার্থীদের জন্য), এক্সবুন্টু (বিনোদনমুখী) আছে। আগ্রহী যেকেউ আমার সঙ্গে খালি সিডি সহ যোগাযোগ করতে পারেন।

আমি শীঘ্রই উবুন্টুর ইন্সটল প্রক্রিয়া বিস্তারিত লিখবো ইনশাল্লাহ।

Last update: 28-10-2008 00:21

Editors review User comments Quote this article in website Favoured Print Send to friend Related articles আরো পড়ুন...
Oct
27
2008
(0 Votes)