পরিবর্তন আসছে দিনাজপুর ইনফো ডট কম-এ
১. সদস্যদের নিজস্ব ছবির অ্যালবামের সুবিধা থাকতে পারে যেখানে প্রতিটি সদস্য ব্যক্তিগত ছবি আপলোড ও প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকের জন্য বরাদ্দ থাকতে পারে ২০-৫০মেগাবাইট জায়গা। (দয়াকরে এটাকে আপনার হার্ডডিস্কের জায়গার সঙ্গে তুলনা করবেননা।)
২. হতে পারে সদস্যদের জন্য ইমেইল ঠিকানা উন্মুক্তকরণ। এর ফলে সদস্যরা দিনাজপুরের ডোমেইন থেকে ইমেইল পাঠাতে ও গ্রহনকরতে পারবেন।
৩. উপরোক্ত (অন্তত ১ম) খবরটিই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এখন দরকার অনেক জায়গার। প্রাথমিকভাবে ১০০০/২০০০ মেগাবাইট জায়গা নেয়া হতে পারে। বরাবরের মতো অর্থ যোগান দেবে দিনাজপুরইনফো টিম।
৪. সার্ভার পরিবর্তন এবং ফলাফল সাইটটি ২/৩ ডাউন থাকতে পারে।
৫. নাম পরিবর্তন (অনিশ্চিত/বিবেচনাধীন)। নাম পরিবর্তিত হলেও সাবেক নাম সচল থাকবে এবং সেটা ব্যবহার করে সাইট দেখা যাবে।
৬. এবং আরো টুকটাক ক'টি পরিবর্তন যা হয়তো আপনি লক্ষ্যই করবেন না।