Login ₪ Dinajpurian? Not a member? Join Us


বিজ্ঞপ্তি

পরিবর্তন আসছে দিনাজপুর ইনফো ডট কম-এ

১. সদস্যদের নিজস্ব ছবির অ্যালবামের সুবিধা থাকতে পারে যেখানে প্রতিটি সদস্য ব্যক্তিগত ছবি আপলোড ও প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকের জন্য বরাদ্দ থাকতে পারে ২০-৫০মেগাবাইট জায়গা। (দয়াকরে এটাকে আপনার হার্ডডিস্কের জায়গার সঙ্গে তুলনা করবেননা।)

২. হতে পারে সদস্যদের জন্য ইমেইল ঠিকানা উন্মুক্তকরণ। এর ফলে সদস্যরা দিনাজপুরের ডোমেইন থেকে ইমেইল পাঠাতে ও গ্রহনকরতে পারবেন।

৩. উপরোক্ত (অন্তত ১ম) খবরটিই বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এখন দরকার অনেক জায়গার। প্রাথমিকভাবে ১০০০/২০০০ মেগাবাইট জায়গা নেয়া হতে পারে। বরাবরের মতো অর্থ যোগান দেবে দিনাজপুরইনফো টিম।

৪. সার্ভার পরিবর্তন এবং ফলাফল সাইটটি ২/৩ ডাউন থাকতে পারে।

৫. নাম পরিবর্তন (অনিশ্চিত/বিবেচনাধীন)। নাম পরিবর্তিত হলেও সাবেক নাম সচল থাকবে এবং সেটা ব্যবহার করে সাইট দেখা যাবে।

৬. এবং আরো টুকটাক ক'টি পরিবর্তন যা হয়তো আপনি লক্ষ্যই করবেন না।

Add comment

মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


Security code
Refresh

How to Contribute?

DinajpurInfo Team

Donate to The Project

Dutch-Bangla Bank Ltd.

DINAJPURINFO.COM

172.110.3968