দিনাজপুর ইনফো ডট কম-এ আপনাকে স্বাগতম! সাইটটির 'ঘষামাজা'র কাজ চলছে। কোন সমস্যা হলে খুব সম্ভব সেটা সাময়িক। ধন্যবাদ।
১৪ ডিসেম্বর, দিনাজপুর মুক্ত দিবস
Sunday, 13 December 2009 23:28
There are no translations available.
একাত্তরের ১৪ ডিসেম্বরে বৃহত্তর দিনাজপুর পাকবাহিনীর কবল মুক্ত হয়। এই অঞ্চলে পাকবাহিনীর সর্বশেষ দুর্ভেদ্য ঘাটি রামসাগরের পতনের পর ১৪ ডিসেম্বর তারা সৈয়দপুরের দিকে পালিয়ে যায়। এর আগে ১৩ ডিসেম্বর পাকসেনারা কাঞ্চন ব্রীজ উড়িয়ে দিয়ে মুক্তিবাহিনীর গতিরোধ করার চেষ্টা করলেও মুক্তিবাহিনী তিন দিক থেকে শহরের দিকে এগিয়ে আসে। ১৪ ডিসেম্বর খানসামায় প্রবল লড়াইয়ের পর পুরো দিনাজপুর শত্রুমুক্ত হয়।