সহায়িকা
নিবন্ধন-পূর্ব সহায়িকা
দিনাজপুরইনফো ডট কম-এ যোগ দিতে কি কি লাগে?
আপনার আগ্রহ ও কয়েকটি মিনিট, সেই সাথে একটি ইমেইল ঠিকানা।
সদস্যনাম, নাম, শব্দচাবি, নিবন্ধন কি?
সদস্যনাম= আপনার ইংরেজী পরিচয় নাম, যা দিয়ে আপনি সাইটে প্রবেশ/লগইন করবেন।
নাম= আপনার পুরো নাম। সম্ভব হলে বাংলায় দিন। পরে বদলাতে পারবেন।
শব্দচাবি= পাসওয়ার্ড। শব্দচাবি ও সদস্যনাম দিয়ে আপনি সদস্য এলাকায় প্রবেশ/লগইন করতে পারবেন।
নিবন্ধন= নাম, শব্দচাবি ইত্যাদি দিয়ে একটি ফরম পূরণের মাধ্যমে যোগ দেয়া।
নিবন্ধন ফরমে বাংলা লিখতে পারছিনা।
সমস্যা নেই। আপনি ইংরেজীতেই ফরমটা পূরণ করুন।
আমি ছবি দিতে চাইনা।
ছবি দেয়া বাধ্যতামূলক নয়। তবে সেক্ষেত্রে আপনি অন্যের আস্থা অর্জন করতে পারবেন না। ছবি না থাকলে বা কার্টুন, ফুল, লোগো ইত্যাদি ব্যবহার করলে অন্যেরা আপনাকে চিনবেনা, আপনার লেখার গুরুত্ব কমতে পারে। তাছাড়া, বিশেষ কিছু লিখতে গেলে আপনার ছবি এবং ঠিকানা অবশ্যই থাকা লাগবে। নয়ত তা প্রকাশ করা নাও হতে পারে।
আমি ঠিকানা দেব কেন?
উপরের লেখাটি দেখুন।
আমার এই মূহুর্তে কোন ছবি নেই।
সমস্যা নেই। আপনি পরে আপলোড করতে পারবেন।
শব্দচাবি/পাসওয়ার্ড নিচ্ছে না।
শব্দচাবি/পাসওয়ার্ড ইংরেজী বর্ণ+ সংখ্যার মিশ্রণে হতে হবে, এবং কমসে কম ৬ (ছয়) ঘরের হতে হবে। যেমন 01wa5c7
নিবন্ধন /রেজিষ্ট্রেশন করলাম, তবুও প্রবেশ /লগইন করতে পারছি না।
নিবন্ধনের সময় আপনি যে ইমেইল ঠিকানাটি দিয়েছিলেন সেখানে একটি মেইল পাঠানো হয়েছে, ইমেইল ঠিকানাটি আপনার কিনা তা যাচাই করতে। সেই মেইলে আপনি একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করার পর আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তখন আপনি প্রবেশ/লগইন করতে পারবেন।