k3b সফটওয়্যারটাকে আগে দেখিনি। উবুন্টুতে কি যেন একটা মুখপোড়া প্রোগ্রাম ব্যবহার করতাম। সেদিন বিকল্প খুঁজতে গিয়ে সফটওয়্যার সেন্টারেই দেখলাম k3b কে। তেমন কোন আশা না নিয়ে ইন্সটল দিলাম। কিন্তু k3b চমক দিল। kde ডেস্কটপের বলে এর ইন্টারফেসটা অতি চমৎকার। প্রথম দেখাতেই পছন্দ হলো। আর প্রথম ডিস্কটা রাইট করেই ভাল লেগে গেল। গুগলে একটু সার্চ করে দেখলাম, সফটওয়্যারটির জন্ম বহু আগে, কেবল আমি জানতাম না। এটি উবুন্টু/ডেবিয়ান তো বটেই ফেডোরা, মান্দ্রিভা সহ বেশ কিছু লিনাক্স ডিস্ট্রোতে ব্যবহার করা যায়।
সফটওয়্যার টি ইন্সটল করতে উবুন্টু সফটওয়্যার সেন্টারে খুঁজুন অথবা k3b-এর সাইট থেকে সরাসরি ডাউনলোড করে নিন