লিখেছেন আল মামুন |
শুক্রবার, 28 নভেম্বর 2008 14:22 |
না, ইংরেজী গ্রামার নিয়ে জটিল সব আলোচনা নয়-আমার বন্ধুমহলের জন্য অল্প কথায় আগের জানা নিয়মগুলো স্মরণ করাই আমার উদ্দেশ্য। তাদের অনেকেই বিভিন্ন কাজকর্মে ব্যস্ততার জন্য কিম্বা অন্য বিষয়ে লেখাপড়ার জন্য ইংরেজী চর্চা করার সময় পায়না কিম্বা গ্রামার টা ভূলতে বসেছে। এই সময়ে তাদের কেউ কেউ হয়তো সময়ের অভাবে কারো সঙ্গে এ নিয়ে আলোচনা করতে পারেনা। আবার বই পড়ার ধৈর্য্যও হয়না। তাদের জন্যই আমি সংক্ষেপে ইংরেজী গ্রামারের বিভিন্ন দিকটা খুব কম সময়ে আলোচনা করছি। নিজের গ্রামার শেখার ও দুয়েকটা ছাত্র পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি এ উদ্যেগ নিয়েছি। দয়াকরে আপনার একে আমার "মাস্টারিপনা" ভাববেন না। গ্রামারটা আমি খানিকটা জানি বলে আমার কাছে সহজ বোধ হয়, আর সে কারণে কোন কিছু আমি "সহজভাবে" উপস্থাপনের পরও আপনার কাছে সহজ নাও মনে হতে পারে। সেক্ষেত্রে আমাকে সেটা দেখিয়ে দেবেন-আমি চেষ্টা করবো সেটাকে সহজবোধ্য করার।
আলোচনার সুবিধার্থে আমি ফোরামকে ব্যবহার করছি। গ্রামার নিয়ে আপনার কোন জানার থাকলে বা কোন সমস্যা থাকলে ফোরামে লিখতে পারেন। এতে আপনার পাশাপাশি অন্য কেউ সেই সমস্যা/সমাধানের উপর নজর বুলাতে পারবে। দয়াকরে লজ্জা পাবেন না। কেননা সবাই সবকিছু জানেনা-জানা সম্ভবও হয় না। মনে রাখবেন, নিউটনও ভূল করতেন। সুখের কথা হল তিনি ভূল শুধরে নিতেন।
|
LAST_UPDATED2 |
মন্তব্যসমূহ