সদস্য লগইন



দর্শক সংখ্যা

mod_vvisit_counter আজ 85
mod_vvisit_counter গতকাল 86
mod_vvisit_counter এই সপ্তাহে 171
mod_vvisit_counter এইমাসে 1583
mod_vvisit_counter সর্বমোট 8594
কান্তজীউ মন্দির পিডিএফ ছাপুন ইমেইল
(4 Votes)
লিখেছেন ফাহিম   
সোমবার, 05 জানুয়ারী 2009 00:30



নামঃ                 কান্তজির মন্দির
নির্মাণকারীঃ          মহারাজা রামনাথ
নির্মাণের সময়ঃ       ১৭৫২
প্রধান দেবতাঃ        কৃষ্ণ
স্থাপত্যঃ              নবরত্ন
অবস্থানঃ             ঢেপা নদীর তীরে


কান্তজীউ মন্দির বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শন সমূহের মধ্যে সবচে' কারুকার্যময় দিনাজপুর শহর থেকে ১৪ মাইল উত্তরে ঢেপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এটি নবরত্ন মন্দির নামেও পরিচিত কারণ এর রয়েছে নয়টি চূড়া।

মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় যদিও নির্মাণ কাজ শেষ হয় তার পোষ্যপুত্র রামনাথ রায়। শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল ৭০ ফুট। ১৭৫২ সালে মন্দিরটি উৎসর্গ করা হয়। ১৮৯৭ সালে মন্দিরটি ভূমিকম্পের কবলে পরলে এর চূড়াগুলো ভেঙে যায়। মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি।( কিছু মানুষের ধারনা মন্দিরটি ১রাতে তৈরী হয়েছিল )। মন্দির প্রাঙ্গণ আয়োতাকার হলেও, পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো ৫০ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। মন্দিরটি তিন তলা বিশিস্ট। প্রতিটি তলার চারপাশে বারন্দা ‌রয়েছে। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে  দেবমূর্তির ছবি খোদাই করা রয়েছে যা রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর কথা বর্ণনা করে। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচতলায় ২৪টি 
দ্বিতীয় তলায় ২০ টি এবং তৃতীয় তলায় ১২টি দরজা রয়েছে। যতনের অভাবে মন্দিরটি বিলুপ্তির পথে।
LAST_UPDATED2
 

মন্তব্য করুন


স্প্যামরোধী কোড
আবার দেখান

ব্যানার