এসে গেছে উবুন্টু ১০.১০ মাভেরিক মিয়ারক্যাট

Ubuntu 10.10 Maverick Meerkatউবুন্টু ১০.১০ (মাভেরিক মিয়ারক্যাট) এখন আমাদের সফটওয়্যার ভান্ডারে। ১০ অক্টোবর মুক্তির পর প্রাথমিকভাবে ৬৪ বিট (পিসি) সংস্করণটি ডাউনলোড করা হয়েছে। ২/১ দিনের মধ্যেই ৩২বিট (পিসি) ও সার্ভার সংস্করণগুলোও আমাদের কাছে পাওয়া যাবে।

সংগ্রহ করার নিয়ম বরাবরের মতো- পেনড্রাইভ/খালি সিডি নিয়ে আসবেন, কোন টাকা পয়সার ব্যাপার নেই। তবে দিনাজপুরের পার্শবর্তী জেলাগুলো থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে চাইলে পরিবহন খরচ আপনাকে বহন করতে হবে। সিডির দাম ফ্লেক্সিলোডের মাধ্যমে পরিশোধ করতে পারেন।

 

উল্লেখ্য: দিনাজপুরইনফো ডট কম মুক্তসফটওয়্যার/ওপেনসোর্স আন্দোলনের সমর্থক এবং লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন ধরণের সফটওয়্যার বিনামূল্যে বিতরন করে।

আপডেট: উবুন্টু নতুন ইন্সটল/লাইভ ডিস্কের পাশাপাশি পূর্ববর্তী সংস্করণ থেকে আপগ্রেড/অলটারনেটিভ ডিস্কও পাওয়া যাবে।

 
উবুন্টু ১০.০৪ এখন দিনাজপুরইনফোর সফটওয়্যার ভান্ডারে

লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু ১০.০৪ লুসিড লিংক্স এলটিএস এখন দিনাজপুরইনফোর সফটওয়্যার ভান্ডারে। বরাবরের মতো নতুন সংস্করণ মুক্তি হওয়ার সাথে সাথে আমরা ডাউনলোড করেছি। আপাতত ৬৪বিট সংস্করণটি পাওয়া যাবে আমাদের কাছে। কয়েক দিনের মধ্যেই ৩২বিট ও সার্ভার সংস্করণ‌ও উপলভ্য হবে। সফটওয়্যারটি নেয়ার জন্য ফাঁকা ডিস্ক আনবেন। পেনড্রা‌ইভ আনলে ভাল হয়। দিনাজপুরের পার্শবর্তী জেলাগুলোর জন্য আগের মতই নিয়ম থাকছে- কুরিয়ারের মাধ্যমে পেতে পারেন, পরিবহন খরচ আপনার; পরিবহন খরচ গ্রামীণফোনের ফ্লেক্সিলোডের মাধ্যমে পরিশোধ করতে পারেন। ফ্লেক্সিলোড দেয়ার সাথে সাথে আপনার নাম, ঠিকানা জানাবেন দয়াকরে।

ফোন নম্বর যোগাযোগ পাতায় দেখুন

 
আমাদের সংগ্রহে উবুন্টুর যত সংস্করণ

আমরা মুক্ত সফটওয়্যার আন্দোলনে বিশ্বাসী এবং নিজেদের ব্যবহারের পাশাপাশি অন্যদেরও এসব সফটওয়্যার দিয়ে থাকি (বিনামূল্যে)। আমাদের মুক্ত সফটওয়্যার ভান্ডারে উবুন্টুর বেশ কিছু সংস্করণ রয়েছে। আপনি উবুন্টু সংগ্রহ করতে ইচ্ছুক হলে একবার দেখে নিন উবুন্টু-র তালিকাটি।

 


কিভাবে অবদান রাখবেন?


পরিচালনা দল