ঠাকুরগাঁওয়ে রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট গঠন
ঠাকুরগাঁও (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও জেলা ইউনিটের ৩৭তম বার্ষিক সাধারন সভা গত শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিট কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদেক কুরাইশির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিটের আজীবন সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, ঠাকুরগাঁও সরকারি বালক [...]
...(বিস্তারিত দেখুন)

 1 দেখা

মন্তব্য করুন

মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


স্প্যামরোধী কোড
আবার দেখান

কিভাবে অবদান রাখবেন?


পরিচালনা দল


  • আলমামুন
  • রনি
  • কিম
  • জেসমিন
  • ফাহিম
  • বাঁধন