সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি
আপনার হয়তো লক্ষ্য করে থাকবেন- সাইটের অবস্থা হঠাৎ কয়েকদিন পেছনে চলে গিয়েছে।ব্যাপারটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাইট তদারকের দায়িত্বে থাকা আমরা ক'জন পরীক্ষার জন্য সার্ভার অ্যাডমিনিষ্ট্রেটর-এর সঙ্গে সময়মত যোগাযোগ করতে পারিনি। বিধায় সার্ভার অ্যাডমিনিষ্ট্রেশন ও পুনংস্থাপনের সময় দিনাজপুরইনফো ডট কম-এর ব্যাকআপ নেয়া সম্ভব হয়নি। যার ফলে গত মাসের ২৮ তারিখের পরবর্তী সব তথ্য হারিয়ে গিয়েছে। এরচে' দুঃখজনক ঘটনা হলো এই সময়ে (২৮ জুন-০৮জুলাই) পর্যন্ত যোগদানকারী সদস্যদের সকল তথ্যও আমরা হারিয়েছি।
তবে, আনন্দের সংবাদ হলো আমাদের ওয়েবসাইটটি এখন নিজস্ব হোষ্টিং সেবা গ্রহণ করা হয়েছে (এরজন্য নাম প্রকাশে অনিচ্ছুক ক'জনকে ধন্যবাদ না দিলেই নয় যারা আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন)। এর ফলে ওয়েবসাইটটির সম্পূর্ণ দেখভাল করা এবং নিয়মিত ব্যাকআপ আমাদের জন্য সহজ হবে। আপনাদের ধন্যবাদ।
* ফ্রী বিজ্ঞাপন দাতাদের মধ্যে যাদের বিজ্ঞাপন অনুপস্থিত তাদের যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।