প্রবেশ করুন ₪ দিনাজপুরিয়া? সদস্য নন? যোগদিন

দর্শক সংখ্যা

আজ: 113
Yesterday: 191
This Month: 2044
Total: 220987

Log

আলমামুন

টিপস-বিদ্যুৎ চলে গেলে মাথা ঠান্ডা রাখবেন কিভাবে

লিখেছেন আলমামুন
আলমামুন
My profile redesigned. http://almamun.org
User is currently offline
সময় আগস্ট 20 in /ব্লগ/বিভাগ/এলোমেলো

বিদ্যুতের সমস্যা নিয়ে নতুন করা কিছু বলাই বাহুল্য। টিভিতে সিনেমাটা ভাল লেগে গেল.. আরাম করে বসলেন হেলান দিয়ে.. জমে উঠেছে সিনেমাটা- গেল বিদ্যুৎ। গেমটা ফাটাফাটি; লাশের পর লাশ ফেলে দিচ্ছেন শয়তানদের(!)
- ভূক (স্পীকারের শব্দ)।
কি আর? বিদ্যুৎ গেল।
রোদের বাসায় ফেরার সময় পথে দেখলেন বাত্তি জ্বলছে। বাসায় ফিরেই ফ্যানের সূইচটা টিপলেন। নেই বিদ্যুৎ।

বিদ্যুতের সমস্যা নিয়ে নতুন করা কিছু বলাই বাহুল্য। টিভিতে সিনেমাটা ভাল লেগে গেল.. আরাম করে বসলেন হেলান দিয়ে.. জমে উঠেছে সিনেমাটা- গেল বিদ্যুৎ। গেমটা ফাটাফাটি; লাশের পর লাশ ফেলে দিচ্ছেন শয়তানদের(!)
- ভূক (স্পীকারের শব্দ)।
কি আর? বিদ্যুৎ গেল।
রোদের বাসায় ফেরার সময় পথে দেখলেন বাত্তি জ্বলছে। বাসায় ফিরেই ফ্যানের সূইচটা টিপলেন। নেই বিদ্যুৎ।

এমন সব পরিস্থিতিতে মাথা ঠিক রাখা কঠিন; কয়েল গরম হয়ে যায়। গজগজ ক্ষমতাসীনদলকে ভাজা ভাজা করেন, নেত্রীর (হয় ইনি, নয়তো উনি)
উন্নয়নের জোয়ারের নিত্য বচনের করল্লা ভাজি করেন (করল্লা কুচি কুচি করে কেটে গরম তেলে প্রায় পুড়িয়ে ফেলার মত ভাজা,
বেশ তেতো হয়, কিন্তু শুনেছি ওটাই মজার।)

কিন্তু তাতে লাভ কি? শরীরবিদ্যামতে - এতে নিজের লস; পুরা লস। হাইপ্রেসার, লপ্রেসার জাতীয় অনেক সমস্যা।
অতএব- মাথা ঠান্ডা রাখা দরকার। এজন্য যা করতে পারেন-

১. অন্যান্য কাজগুলো সারুন। যেমন গোসল, কাপড় ধোওয়া (যদি নিজে করেন আরকি), ঘর গোছানো, বাজার, খাওয়া দাওয়া। সারাদিনে বিদ্যুৎ তো বার কয়েক যাবেই, তাও কমসে কম আধ ঘন্টার জন্য। তাই ঐসব কাজ এই সময়টার জন্য রেখে দিতে পারেন।
২. পড়তে বসুন। কেবল টিভি সিরিয়াল, ফেসবুক নিয়ে থাকলে কিম্বা ব্রাউজ করতে থাকলে তো হবেনা, পরীক্ষা দিতে হবে।
৩. মনটাকে অন্য দিকে নিয়ে যান। মোবাইল টেপাটেপি করুন, গান শুনুন, মিসড কল দিন, এসএমএম বান্ডিল খরচ করুন।
৪. প্রিয়জনকে ফোন লাগান। খেয়েছে কিনা, খেয়ে থাকলে তরকারী কি ছিল, ফ্লেক্সি লাগবে কিনা, হারানো বোতামটা পেয়েছে কিনা ইত্যাদি খোঁজখবর নিতে পারেন।

প্রাসঙ্গিক শব্দ: টিপস, বিদ্যুৎ
দেখা হয়েছে: 32
এই ব্লগটি মূল্যয়ন করুন
2 ভোট

    মন্তব্য করুন

    মন্তব্যে আপনার (অতিথি) ছবি দেখাতে গ্রাবতার অথবা ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করুন। সদস্যগণের ছবি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।


    স্প্যামরোধী কোড
    আবার দেখান