ফায়ারফক্সের ব্যবহারকারীরা প্রায়ই প্রচুর এক্সটেনশন ব্যবহার করেন। এগুলো ব্যকআপের জন্যও আবার এক্সটেনশন ব্যবহার করেন। ইতিহার (হিস্টরী), বুকমার্ক, বিজ্ঞাপন ব্লক (এডব্লক), স্ক্রীপ্টব্লক, বিভিন্ন সাইটে লগ-ইনের তথ্য (ইউজারনেম/পাসওয়ার্ড) প্রভৃতি এক্সটেনশন ব্যবহার করে ব্যকআপ রাখা আবার পরবর্তীতে রিস্টোর করা ঝামেলারই বটে।
খুব সহজেই এই কাজটি করা যায় ফায়ারফক্সের প্রোফাইল ফোল্ডার টি ব্যকআপের মাধ্যমে।
উইন্ডোজ সেভেনে প্রোফাইল ফোল্ডারটি থাকে
C:\Users\আপনারনাম\AppData\Local\Mozilla\Firefox\Profiles
উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে AppData নয়, Application Data।
AppData বা Application Data সাধারণতঃ লুকানো অবস্থায় থাকে এবং এড্রেসবারে ফোল্ডারটির নাম লিখে আপনি ওটাতে প্রবেশ করতে পারেন।
Profile ফোল্ডারটির ভেতর .default ফোল্ডারটিই আপনার প্রোফাইল এবং এর ভেতরে আপনার যত এক্সটেনশন, হিস্টরী ইত্যাদি থাকে। আপনার একাধিক প্রোফাইল থাকলে প্রতিটির জন্য এখানে একটা করে ফোল্ডার পাবেন।
ভেতরের ফাইলগুলো ব্যকআপ রাখুন। অপারেটিং সিস্টেস নতুন করে দেয়ার পর ফায়ারফক্স ইন্সটল দিয়ে অন্তত একবারের জন্য চালু করুন। এতে নতুন একটি প্রোফাইল তৈরী হবে।
বুঝতেই পারছেন এখন কি করতে হবে। ফায়ারফক্স বন্ধ করে নতুন প্রোফাইলের ফাইলগুলো ফেলে দিয়ে ব্যকআপ রাখা পুরাতন ফাইলগুলো এখানে দিয়ে দিন।
এবার চালু ফায়ারফক্স করেই দেখুন।