দিনাজপুর জেলা (Dinajpur) বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলাগুলির একটি যা রংপুর বিভাগের অন্তর্গত। পৌরাণিক কিংবদন্তীর লীলাভূমি এই জেলাকে বলা হয় বাংলাদেশের সবুজ শস্যের ভান্ডার। বিস্তীর্ণ সমতল ও উর্বর এই জেলা একদা পুন্ড্রবর্ধনের বৃহদাংশ ছিল এবং পরবর্তীতে ব্রিটিশ আমলের স্বল্প সংখ্যক মানুষের আবাসস্থল থেকে উন্নতি ও পরিবর্তনের পর ১৯৪৭ সালে বঙ্গভঙ্গ -এর সময় ১ম দফা বিভাজিত হয়ে (বাংলাদেশ ও ভারতের মধ্যে) এবং বাংলাদেশের অংশটি ১৯৮৪ সালে আরেক দফা বিভাজিত হয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জন্মদান এবং রংপুর ও নিলফামারী জেলাগুলোকে কিছু অংশ প্রদানের মাধ্যমে আজকের দিনাজপুর জেলার আবির্ভাব।